MCQ from Chemistry for WBCS, PSC exams , Railway and other exams

MCQ from Chemistry for WBCS, PSC exams ,  Railway and other exams

 for more click studentshelpforum.com

1. কোনটি তাপমোচী বা তাপ উৎপাদক পরিবর্তন --
a ) এমোনিয়াম ক্লোরাইড লবনে জল দেওয়া হল।b)হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে  হাইড্রোআয়োডিক অ্যাসিড এ পরিণত হল c ) নাইট্রোজেন এবং অক্সিজেন এর বিক্রিয়ায় নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হল।d )পোড়া চুনে জল মেশানো হল।

2. রেফ্রিজারেশন খাদ্য সংরক্ষণে সাহায্য করে --
a ) ব্যাকটেরিয়া ও বীজাণু ধ্বংস করে। b ) খাদ্যের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার বেগ প্রভুতভাবে হ্রাস করে
c) খাদ্যের ওপর বরফের আস্তরণ তৈরি করে d)এনজাইমের কাজ স্থগিত করে।

3. একটি অনুঘটক বিক্রিয়ার হারকে বৃদ্ধি করে --
a ) সক্রিয় করণ শক্তির বৃদ্ধির দ্বারা b ) সক্রিয় করণ শক্তির হ্রাস  দ্বারা c ) বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে     
d )বিক্রিয়াজাত পদার্থের সাথে বিক্রিয়া করে

4. নিম্নলিখিত কোনটি একটি ভৌত পরিবর্তন নয় --
a ) দুধের জল বিয়োজন দ্বারা গুঁড়ো দুধ তৈরি করা b ) আয়োডিনের উর্দ্ধপাতন c ) চেয়ে চিনি দ্রবীভূত করা
d ) মোমবাতির মোমের দহন

5. একটি অধাতুর উদাহরণ হল --
a ) পারদ b ) গ্যালিয়াম c ) ক্যালসিয়াম d ) হীরক

6. একটি অনুঘটক বিষ এর উদাহরণ হল --
a ) আর্সেনিক অক্সাইড b ) মলিবডেনাম c )ভ্যানাডিয়াম পেন্টক্সাইড d ) সীসা

7. সূর্যালোকের উপস্থিতিতে সবুজ উদ্ভিদ ক্লোরোফিল এর সাহায্যে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প শোষণ করে স্টার্চ উৎপন্ন করে।  এটি একটি --
a ) ভৌত পরিবর্তন b ) রাসায়নিক পারিবর্তন  c) ভৌত ও রাসায়নিক উভয় পরিবর্তন d) কোনোটিই নয়

8. অধাতু  হলেও উত্তম বিজারক হল --
a ) অক্সিজেন b ) হাইড্রোজেন c ) সিলিকন d ) হিলিয়াম

9. সবচেয়ে হালকা ধাতুটি  হল --
a ) লিথিয়াম b ) সোডিয়াম c ) গ্যালিয়াম d ) হিলিয়াম 

10. নিম্নলিখিত কোন অধাতু তড়িৎ পরিবহনে সক্ষম --
a ) তামা b ) গন্ধক c ) গ্যাস কার্বন d ) বোরন 

11. বিসমাথ (Bi) হল একটি --
a ) ধাতু b ) অধাতু c ) ধাতুকল্প d ) বিরল মৌল 

12. পৃথিবীতে স্বাভাবিক মৌলিক পদার্থের সংখ্যা --
a ) 92 b) 93 c) 25 d) 118

13. একটি নিষ্ক্রিয় মৌলের উদাহরণ হল --
a ) নাইট্রোজেন b ) হিলিয়াম c )  ক্লোরিন d ) সোনা 

14. সবচেয়ে হালকা ধাতু হল --
a ) সোডিয়াম b ) লিথিয়াম c ) সোনা d ) পটাসিয়াম 

15. অধাতু, যেটি তাপের সুপরিবাহী --
a ) গ্রাফাইট b ) গন্ধক c ) ফসফরাস d ) সিলিকন 

16. একটি  তরল মৌলের উদাহরণ হল --
a ) ব্রোমিন b ) বোরন c ) আর্গন d ) থোরিয়াম 

17. একটি ভৌত পরিবর্তনের উদাহরণ হল --
a ) চুনাপাথরকে উত্তপ্ত করা b) ফটোগ্রাফিক প্লেটে আলো ফেলা c )লোহাকে চুম্বকে পরিবর্তন করা d )একটি তামার তারকে দহন করা

18. একটি তাপ শোষক বা তাপগ্রাহী পরিবর্তন হলো --
a )হাইড্রোজেন ও ক্লোরিনের বিক্রিয়ায় হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয় b )বায়ুতে ম্যাগনেসিয়াম ফিতার দহনে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় c )জলের মধ্যে ডিটারজেন্ট পাউডার যোগ করা d )নাইট্রোজেন ও অক্সিজেন এর বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়

19.ফটো তোলার সময় ফটোগ্রাফিক প্লেটের উপর আলোকপাত করা হল।  এটি কি ধরনের পরিবর্তন --
a ) ভৌত পরিবর্তন b ) রাসায়নিক পরিবর্তন c )ভৌত ও রাসায়নিক পরিবর্তন d ) কোনোটিই নয়

20. একটি বিরল গ্যাসের উদাহরণ হল --
a ) নাইট্রোজেন ডাই অক্সাইড  b ) নাইট্রাস অক্সাইড c ) আর্গন d ) মার্শ গ্যাস

21. অক্সিজেন গ্যাসের মধ্যে নিঃশব্দ তড়িৎ ক্ষরণ করলে ওজোন গ্যাস উৎপন্ন হয়, এটি একটি --
a ) তাপগ্রাহী বিক্রিয়া b ) তাপমোচী বিক্রিয়া c)অসমঞ্জস বিক্রিয়া d ) পলিমারিজেশন  বিক্রিয়া

22. এখনো পর্যন্ত পরীক্ষাগারে আবিষ্কৃত কৃত্তিম মৌলের সংখ্যা হল --
a ) ১৩ টি b) ১৫ টি c) ১৮ টি d )  ২৬ টি 

23. একটি তেজস্ক্রিয় ধাতুর উদাহরণ হল --
a ) রেডিয়াম b ) বোরন c ) সোডিয়াম d ) সিজিয়াম

24. ব্রোঞ্জ হল একটি মিশ্রণ --
a ) তামা ও সোনা b ) তামা ও রুপা c ) তামা ও টিন d ) তামা ও দস্তা

25. এন্টিমনি হল একটি --
a) ধাতু b) অধাতু c) ধাতুকল্প d) বিরল মৌল 
  
   


Post a Comment

0 Comments