INDIAN GEOGRAPHY QUESTION AND ANSWER FOR COMPETITIVE EXAMS

চাকরির পরীক্ষায় আসে ভারতের ভূগোল সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর 
পার্ট ১
  1.  ভারতের কোথায় অন্যতম প্রাচীন গুহাচিত্র আছে ? ------ মধ্যপ্রদেশের ভীমবেটকায়। 
  2. কোন রাজ্যে বিদিশা নদী আছে ? ----- মধ্যপ্রদেশে। 
  3. "ভারতের ছোট মুম্বাই " নামে কোন শহর বিখ্যাত ? - -- ইন্দোর। 
  4. ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপন্ন হয় ? ---- কর্ণাটকে। 
  5. ভারতে  কোন শ্রেণীর কয়লা বেশি পাওয়া যায় ? ---   বিটুমিনাস। 
  6. কোন দেশ পৃথিবীর মধ্যে সর্বাধিক কফি উৎপন্ন করে ? ---- ব্রাজিল। 
  7. দাক্ষিনাত্যের কালো মাটিকে স্থানীয় ভাষায় কি বলে ? ---- রেগুর। 
  8. ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য কত ? ---- ৫৬৪ কিমি। 
  9. কাঞ্চনজঙ্ঘার বিখ্যাত হিমবাহ কোনটি ? --- জেমু। 
  10. কোন দুটি নদী মিলে রূপনারায়ণ  নদী তৈরি হয়েছে? -- দ্বারকেশ্বর ও শিলাবতী। 
  11. ভারতের কোন রাজ্যেরভি জনঘনত্ব সবচেয়ে বেশি ? ---- পশ্চিমবঙ্গ। 
  12. ভারতের কোন রাজ্যে হেক্টর প্রতি আখ উৎপাদন সবচেয়ে বেশি ? ---- তামিলনাড়ু। 
  13. ভারতের কোন নদী পশ্চিম বাহিনী ? --- নর্মদা। 
  14. কোন দুটি নদী মিলে হলদি নদী তৈরি হয়েছে ?  ---- কেলেঘাই ও কংসাবতী। 
  15. পশ্চিম ঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?  ----- অগ্যস্ত কুটম। 
  16. এশিয়ার বিখ্যাত প্রবল দ্বীপ কোনটি ? ----লাক্ষা দ্বীপ। 
  17. দার্জিলিং এর ঘুম স্টেশন এর উচ্চতা কত ? --- ২২৪৭ মি. 
  18. কোন স্থানটি এখন সোহরা  নামে পরিচিত ? ----- চেরাপুঞ্জি। 
  19. পশ্চিমবঙ্গের কোথায় অনুসারী শিল্প গড়ে উঠেছে ? - -- হলদিয়া। 
  20. কানাডা বাঁধ কোন নদীতে আছে ? ---- ময়ূরাক্ষী। 
  21. বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে গড়ে উঠেছে ? ----- জম্মু ও কাশ্মীর। 
  22. ফারাক্কা পরিকল্পনার মূল উদ্দেশ্য কি ছিল ? --- কলকাতা বন্দর কে রক্ষা করা।  
  23. দামকা  অভয়ারণ্য কোন রাজ্যে আছে ? ----- মিজোরাম। 
  24. কোন শহর কে ভারতের প্যারিস বলা হয় ? ---- জয়পুর।
  25. CITY OF FESTIVALS কোন শহর কে বলা হয় ? ------ মাদুরাই।

Post a Comment

0 Comments