ANCIENT INDIAN HISTORY 1000 MCQS SEREIS PART 1

 
          

    প্রাচীন ভারতের ইতিহাস থেকে ১০০০ টি MCQ SERIES চলবে . এটি হল তার প্রথম পার্ট। প্রতিটি পার্ট এ ২৫ টি  করে QUESTION  থাকবে।  সিরিজ গুলির  ফ্রি অনলাইন মকটেস্ট দেওয়ার জন্য আমাদের  ওয়েবসাইট STUDENTSHELPFORUM.COM দেখুন। 

 ANCIENT INDIAN HISTORY  MCQS - PART 1  


 


1.আলেকজান্ডারের আক্রমণকালে নন্দ বংশের শাসক ছিলেন- –
 
(a)কালাশোক 
(b)মহাপদ্মনন্দ 
(c)ধননন্দ
(d)নাগদশক

2.তৈমুর লঙ ভারত আক্রমণ করেছিলেন
(a)1398 সালে 
(b) 1389 সালে 
(c) 1335 সালে 
(d )1396 সালে 

3.গুপ্ত শাসন ব্যবস্থা ছিল
(a)প্রজাতান্ত্রিক
(b) রাজতান্ত্রিক
(c) সমাজতান্ত্রিক 
(d) কোনোটিইনয়

4.“আমুক্তমাল্যদাগ্ৰন্থটির রচয়িতা কে? –
(a)বুক্কা 
(b) হরিহর 
(c) কৃষ্ণদেবরায়
(d) দ্বিতীয়দেবরায়

5.রুদ্রদামন কোন বংশের শাসক ছিলেন ? –
(a)চোল 
(b) শক্
(c) পল্লব 
(d) কুষান

6.কোন গুপ্ত সম্রাটকে কবিরাজ আখ্যা দেওয়া হয় ? –
(a)সমুদ্রগুপ্ত 
(b) দ্বিতীয়চন্দ্রগুপ্ত 
(c) কুমারগুপ্ত 
(d) শ্রীগুপ্ত

7.চোল বংশের শ্রেষ্ঠ রাজার নাম কী ? –
(a)প্রথমরাজরাজ 
(b) প্রথমরাজেন্দ্রচোল
(c )প্রথমনারসিংহবর্মন

8.বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন
(a)তৈমুরলঙ 
(b) জৈন-উলআবেদীন 
(c) হাসানগঙ্গু
(d) মালিককাফুর

9.ভুমি রাজস্ব  ব্যবস্থা বিষয়ে শেরশাহ প্রবর্তিত দলীল দুটির নাম কী ? –
(a)বাটাইওকামকুৎ
(b)পাট্টাওকবুলিয়ৎ
(c)চৌথওসরদেশমুখী
(d) কোনোটিইনয়

10.ভারতে প্রথম আফগান শাসক কে ছিলেন ? –
(a)সিকন্দরলোদি 
(b) বাহলুললোদি
(c) ইব্রাহিমলোদি
(d) কোনোটিইনয়

11.অশোক কবে কলিঙ্গ জয় করেন ? –
(a)58খ্রিঃপূঃ
(b) 78খ্রিঃপূঃ 
(c) 261 খ্রিঃপূঃ 
(d) 261 খ্রিঃপূঃ

12.কোন শিখগুরু স্বর্ণমন্দির প্রতিষ্ঠা করেন ? –
(a)গুরু তেগবাহাদুর 
(b) গুরুঅর্জুন 
(c) গুরুরামদাস
(d) গুরুগোবিন্দ

13.মধ্যপ্রদেশে সাঁচী স্তুপ কে নির্মাণ  করেন ? –
(a)কনিঙ্ক 
(b) অশোক
(c) চন্দ্রগুপ্ত 
(d) হর্ষবর্ধন

14.ভারতে  কুষান বংশের প্রতিষ্ঠা করেছিলেন কে ? –
(a)বসিষ্ক
(b) কনিষ্ক 
(c)কুজুলকদফিসেস 
(d) বিমকদফিসেস

15.চোল সাম্রাজ্য উন্নতির শিকরে পৌঁছেছিল কার আমলে
(a)রাজরাজ 
(b) দ্বিতীয়রাজেন্দ্রচোল
(c)প্রথম রাজেন্দ্র চোল
(d) প্রথমপরান্তক

16.নীচের কোন স্থানে সিন্ধু সভ্যতার কোনো নিদর্শন পাওয়া যায়নি ? –
(a)হরপ্পা 
(b) লোথাল 
(c) কলিবঙ্গান 
(d) পাটলিপুত্র

17.আয়ুর্বেদের জনক হলেন
(a)পতঞ্জলি
(b) সুশ্রুত
(c) চরক
(d) ধনন্তরী

18.সঙ্গম যুগে সর্বপেক্ষা গুরুত্ব পুর্ন শিল্প ছিল
(a)বস্ত্রউৎপাদন 
(b)কাচশিল্প 
(c) a
(d) কোনোটিইনয়

19.মহম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কী ? –
(a)হাসান খাঁ 
(b) ফরিদখাঁ
(c) জুনাখাঁ
(d) হুসেনখাঁ

20.হাম্পি নগরটি নীচের কোন নদীর তীরে অবস্থিত ছিল ? –
(a)কাবেরি 
(b) গোদাবরী
(c) কৃষ্ণা 
(d) তুঙ্গভদ্রা

21.দিলওয়ারা মন্দির কে নির্মাণ করেছিলেন ? –
(a)দেবপাল 
(b)তেজপাল
(c) মহেন্দ্রপাল 
(d)ধর্মপাল 

22.সাতবাহন বংশের শেষ পরাক্রান্ত রাজা ছিলেন
(a)প্রথমসাতকর্ণী
(b)যজ্ঞশ্রীসাতকর্ণী
(c) গৌতমীপুত্রসাতকর্ণী
(d) কোনোটিইনয়

23.কোন যুগে পঞ্চতন্ত্র লেখা হয়েছিল ? –
(a)সুলতানীযুগ
(b)গুপ্তযুগ
(c)মৌর্যযুগ
(d) পরবর্তীবৈদিকযুগ

24.মোতিমসজিদ কেনির্মাণকরেন ? –
(a)শাহজাহান 
(b) আকবর 
(c) ঔরঙ্গজেব
(d) জাহাঙ্গীর

25.রোম সাম্রাজের সঙ্গে প্রথম বানিজ্যিক যোগাযোগ স্থাপনকরেছিল
(a)শক্ 
(b) কুষান 
(c) তামিল 
(d) ইন্দো-গ্ৰিক

Post a Comment

0 Comments