INDIAN GEOGRAPHY QUESTION AND ANSWER FOR COMPETITIVE EXAMS


                               ভারতের ভূগোল ------------- পার্ট ২
  1. বদ্রীনাথ ও কেদারনাথ কোন রাজ্যে অবস্থিত ? --- উত্তরাখন্ড। 
  2.  চিনুক কথার অর্থ কি ? ---- তুষার ভক্ষক। 
  3. পোল্ডারল্যান্ড কথার অর্থ কি ? -----নিম্নভূমি।
  4. জামশেদপুর কোন নদীর তীরে ? ---- সুবর্ণরেখা। 
  5. মুর্দাবাদ কোন নদীর তীরে ? ---- রামগঙ্গা। 
  6. নাসিক কোন নদীর তীরে ? ---- গোদাবরী। 
  7. কটক কোন নদীর তীরে ? ----মহানদী।
  8.  ফারাক্কা বাঁধ কোন নদীর জল নিয়ন্ত্রণ করে ? ---- গঙ্গা ও পদ্মা। 
  9. গান্ধীসাগর অভয়ারণ্য কোন রাজ্যে আছে ? ----মধ্যপ্রদেশে। 
  10. ভারতের কৃষিক্ষেত্রে সবুজ বিপ্ল্ব কথা থেকে শুরু হয়েছিল ? ---- পাঞ্জাব। 
  11. লুনি নদীর উৎপত্তি স্থল কোথায় ? ---অনাসাগর হ্রদ। 
  12. দ্রাঘিমাংশের সবচেয়ে বেশি পার্থক্য দেখা যায় কোথায় ? ---বিষুব অঞ্চলে। 
  13. কোন তারিখে দিন রাত্রি সমান হয়? ------ ২১ মার্চ। 
  14. কোন দেশকে ভূমিকম্পের দেশ বলে? ----- জাপান।

Post a Comment

0 Comments