Indian History for Competitive Examination like WBCS, Rail, SSC etc.

Indian History
 প্রাচীন যুগ , পার্ট ১
  1. ভারতের প্রাচীনতম লিপি কোনটি ? ------- হরপ্পা লিপি।
  2. এলাহাবাদ প্রশস্তি কার রচনা ? ------------- হরিষেনের।
  3. হরিসেন কার সভাকবি ছিলেন ? -------- সমুদ্রগুপ্তের। 
  4. হাতিগুম্ফা লিপি কে রচনা করেন ? ------ কলিঙ্গরাজ খর্বেল। 
  5. আইহোল প্রসস্তি কার রচনা ?------------ রবিকীর্তির। 
  6. রবিকীর্তি কার সভাকবি ছিলেন ? ------চালুক্যরাজ দ্বিতীয় পুলাকেশীর। 
  7. ইন্ডিকা কে রচনা করেন ?---------- মেগাস্থিনিস। 
  8. অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেন ?------স্যার জেমস প্রিন্সেপ। 
  9. রাজতরঙ্গিনী কার রচনা ?-------কলহনের রচনা।
  10.  রামচরিত কার রচনা ? -------- সন্ধ্যাকর নন্দীর। 
  11. হর্ষচরিত কার রচনা ? ------ বাণভট্ট। 
  12. তাহকীক ই হিন্দ গ্রন্থের রচয়িতা কে ?------আলবিরুনি। 
  13. গৌড়বাহ কার রচনা ?   ---------বাকপতি। 
  14. সি ইউ কি  কার রচনা ? ------- হিউয়েন সাং। 
  15. ফ কুয়ো কিং কার রচনা ?-----  ফা হিয়েন। 
  16. মৃচ্ছকটিক কার রচনা? -----শুদ্রক। 
  17. সংস্কৃত এ লেখা ভারতের প্রাচীন লিপি কোনটি ? -------- জুনাগড় লিপি। 
  18. ভারতে প্রথম স্বর্ণমুদ্রা চালু করেন কারা ?----- কুষাণ রাজারা। 
  19. বেদের শেষ ভাগকে কি বলা হয় ? -------- উপনিষদ। 
  20. ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি ?------- মেহেরগড় সভ্যতা। 
  21. মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন ?   --------- ফ্রাঁসোয়া জারিজ। 
  22. হরপ্পা সভ্যতার একটি বন্দরের নামকি ? ------- লোথাল। 
  23. মহেঞ্জোদারো কথার অর্থ কি ? -------- মৃতের স্তুপ। 
  24. হারাপ্পার অধিবাসীরা কোনধাতুর ব্যবহার জানতো না? ------ লোহা। 
  25. হারাপ্পা সভ্যতা কি ধরনের সভ্যতা ছিল ? ------নগরকেন্দ্রিক।

Post a Comment

0 Comments