Indian History for competitive examination like WBCS,Rail,ssc etc.

Indian History 
প্রাচীন যুগ ,পার্ট ২
  1. বেদের অপর নাম কি ? ------ শ্রুতি। 
  2. আর্যদের প্রধান বাহন কি ছিল ? ---- ঘোড়া। 
  3. মহাভিনিষ্ক্রমণ  কি ? ----- গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনা। 
  4. মহাপরিনির্বাণ কি ? ------ বুদ্ধদেবের মৃত্যুর ঘটনা। 
  5. বুদ্ধদেবের পূর্বজন্মের ঘটনা কোন বইয়ে লিপিবদ্ধ আছে ? ----- জাতক। 
  6. প্রথম জৈন তীর্থঙ্কর কে ছিলেন ? ----- ঋষভনাথ। 
  7. তেইশতম জৈন তীর্থঙ্কর কে ছিলেন ? -------পার্শ্বনাথ। 
  8. চব্বিশতম  এবং শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন ? -------- মহাবীর। 
  9. জৈন ধর্মের প্রবর্তক কে ? ------- মহাবীর। 
  10. জৈন ধমগ্রন্থের নাম কি ? ------- দ্বাদশ অঙ্গ। 
  11. জৈন ধর্মের দুটি পন্থা কি ? ----- দিগম্বর এবং শেতাম্বর। 
  12. বৌদ্ধধর্মের দুটি সম্প্রদায় কি ? --------- হীনযান এবং মহাযান। 
  13. ত্রিপিটক কোন ভাষায় রচিত ? -------- পালি ভাষায়।
  14. জৈনদের আদি শাস্ত্র গ্রন্থের নাম কি ? ---------- কল্পসূত্র। 
  15. প্রথম বৌদ্ধ সংগীতি  কোথায় হয়েছিল ? --------- রাজগৃহ তে। 
  16. প্রথম বৌদ্ধ সংগীতি কার নেতৃত্বে হয়েছিল ? -----মহাকাশ্যপের। 
  17. দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল ? -------বৈশালী তে। 
  18. দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি কার নেতৃত্বে হয়েছিল ? -----কালাশোক।

Post a Comment

0 Comments