INDIAN CONSTITUTION AND ECONOMICS

                  ভারতের সংবিধান ও অর্থনীতির প্রশ্ন ও উত্তর 

  1. ভারতবর্ষের সংবিধান কোন আইনকে ভিত্তি করে গড়ে উঠেছে ? --------- ভারত শাসন আইন ,১৯৩৫
  2. ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত  গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল ? -----৩৮৯.
  3. ভারতীয় সংবিধানে কত প্রকার জরুরি অবস্থার কথা বলা আছে ?------- ৩ প্রকার।
  4. কততম সংবিধান সংশোধনে পঞ্চায়েত ব্যবস্থা টিকে সাংবিধানিকভাবে বাধ্যতা মূলক করা হয়? -------৭৩ তম। 
  5. ভারতের কোন রাজ্যের জন্য আলাদা সংবিধান আছে ? ------ জম্মু ও কাশ্মীর। 
  6. সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন ? ----- ৭৫নম্বর। 
  7. বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা কটি ?------- ১১ টি।
  8.  জাতীয় ঐক্য ও সংহতি এই শব্দসমষ্টি কত সালে ভারতীয় সংবিধানে সংযুক্ত হয় ? -------- ১৯৭৬।
  9. রাষ্ট্রপতির ভাষণ কে প্রস্তুত করেন ? --------প্রধানমন্ত্রী ও তার ক্যাবিনেট। 
  10. ভারতের প্রধানমন্ত্রী হবার জন্য পদপ্রার্থীর ন্যূনতম  বয়স কত হতে হয় ? --------- ২৫.
  11.  রাজ্য হাইকোর্টের উপস্থিতি সংবিধানের  কত নম্বর অনুচ্ছেদের অন্তর্গত ? ........ ২১৪। 
  12. সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী মন্ত্রিসভা তার কাজের  জন্য যৌথ ভাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকে ? ..........৭৫(৩) .
  13. বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত ? ------- জেনেভা। 
  14. ভ্যাট  কোন ট্যাক্সের পরিবর্তে  হয়েছে? --------  কর্পোরেশন  ট্যাক্স। 
  15. দশম পরিকল্পনা শুরু হওয়া পর্যন্ত মোট কতগুলি বার্ষিক পরিকল্পনা সম্পূর্ণ হয়েছে ?--------- ৬ টি। 
  16. পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্ত ভাবে কে অনুমোদন করে ? -------- জাতীয় উন্নয়ন পর্ষদ। 
  17. কোন কারনে রাষ্ট্রপতির পদ খালি হলে সংবিধান অনুসারে কত দিনের মধ্যে  রাষ্ট্রপতি নির্বাচন করতে হয় ? -------- ৬ মাস। 
  18. কৃষিতে জি ডি পি বৃদ্ধির হার দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কত ধার্য করা হয়েছে ? ------ ৪ শতাংশ। 
  19. লোকসভা ও রাজ্যসভার যুগ্ম অধিবেশন কে আহ্বান করেন ? ------রাষ্ট্রপতি।
  20. মধ্য আয় বিশিষ্ট  দেশ বলা হয় কোন দেশগুলিকে ? ---- যাদের মাথাপিছু আয় ৪০০ থেকে ৪৫০০ ডলার। 
  21. অবনতির সময় কার্যকর চাহিদা কেমন থাকে ?------- হ্রাস পায়। 
  22. উৎপাদন উপাদানের দাম বাড়লে যে মুদ্রাস্ফীতি দেখা যায় তা কেমন ?--------- ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। 
  23. বাধ্যতামূলক সঞ্চয়ের একটি উদাহরণ দাও।  -------প্রভিডেন্ট ফান্ড। 
  24. অনুন্নত অর্থনীতির বৈশিষ্ট্য কি ?-------- তৃতীয় মুদ্রাস্ফীতি ও দ্বৈত অর্থনীতি। 
  25. ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানাতে হলে কোন ব্যক্তিকে অন্তত কতদিন ভারতে থাকতে হবে ? ----- ৫ বছর। 

Post a Comment

0 Comments