PANCHAYAT SYSTEM RELATED QUESTION AND ANSWER FOR WBCS AND PSC EXAMINATION .

WBCS এবং বিভিন্ন পরীক্ষায় আসে এই ধরনের QUESTION গুলি।  তাই বেশ কিছু IMPORTANT QUESTION এর ANSWER আলোচনা করা হলো।

  1. পঞ্চায়েত ব্যবস্থা কটি স্তরে বিভক্ত ? ----- ৩ টি.
  2. পঞ্চায়েত ব্যবস্থা কেমন ব্যবস্থা ?-------- এটি একটি স্বাধীন স্বায়ত্ত্ব শাসন ব্যবস্থা। 
  3. জেলাপরিষদের প্রশাসনিক প্রধান কে? ------ এক্সেকিউটিভ অফিসার  .
  4. জেলাপরিষদের DRAWING AND DISBURSING OFFICER কে? ------ সেক্রেটারি। 
  5. জেলাপরিষদের স্থায়ী কমিটি গুলির প্রধানদের কি বলা হয় ?------- কর্মাধ্যক্ষ। 
  6. পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান কে ? ------- B.D.O
  7. জেলাপরিষদের প্রধান কে ?------------ সভাধিপতি। 
  8. পঞ্চায়েত সমিতির প্রধান কে ? ---------- সভাপতি। 
  9. WEST BENGAL PANCHAYAT ACT কোন সালে চালু হয় ? ---------- ১৯৭৩   .
  10. সভাপতি কাদের দ্বারা নির্বাচিত হন ? ----- পঞ্চায়েত  সমিতির সদস্যদের দ্বারা।
  11. ব্লক স্তরে সমস্ত রকম উন্নয়ন মূলক কাজকর্মের সাথে যুক্ত থাকে কে ? ---- পঞ্চায়েত সমিতি। 
  12. পঞ্চায়েতি রাজ্ ব্যবস্থার প্রাথমিক একক কোনটি ?---------গ্রাম পঞ্চায়েত। 
  13. গ্রাম পঞ্চায়েতের প্রধান কে কি বলে ?------ প্রধান। 
  14. গ্রাম পঞ্চায়েতে কি প্রকারের EXECUTIVE ASSISTANT আছেন  ? ------- ৪ প্রকারের। ( চার )
  15. গ্রাম পঞ্চায়েতে প্রধানের পর কার স্থান ? -------উপপ্রধান। 
  16. পঞ্চায়েত কর্মীকে কি ভাবে অপসারিত করা যায় ? -------- গ্রাম সভার দ্বারা। 
  17. বিকেন্দ্রীভূত পাঁকায়েত ব্যবস্থার সবচেয়ে শক্তিশালী অঙ্গ কি ? ------গ্রাম সভা। 
  18. প্রধানের কার্যকাল ন্যূনতম কতবছরে গ্রামসভা তাকে পুনরায় ডেকে পাঠাতে পারে ? ----------- আড়াই বছর। 
  19. একটি গ্রামপঞ্চায়েতের অধীনে প্রতিটি  গ্রামে একটি করে  কি থাকে ?-------গ্রামসভা। 
  20. গ্রাম স্বরাজ কথাটির অর্থ কি ? -------গ্রামীণ স্বায়ত্ব শাসন। 
  21. পঞ্চায়েত কোথা থেকে  অর্থ সংগ্রহ করতে পারে ?------- কেন্দ্রীয় অর্থ কমিশনের অনুমতিতে স্থানীয় অঞ্চলের অনুদান ,কেন্দ্রীয় স্কিমের স্পন্সর থেকে ,রাজ্য অর্থ দপ্তরের অনুমতিতে রাজ্য সরকার থেকে। 
  22. পঞ্চায়েত ব্যবস্থার সাংবিধানিক স্বীকৃতি কত সালে হয় ? ------ ১৯৭২। 
  23. কোন রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা নেই ?------- নাগাল্যান্ড। 
  24. কততম সংশোধনীতে পঞ্চায়েত ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি  পায় ?------ ৭৩ তম। 
  25. পঞ্চায়েত ভোট কত বছর অন্তর অনুষ্ঠিত হয়? ------------- ৫ বছর।  

Post a Comment

0 Comments