ভারতের ইতিহাস ,WBCS ,PSC MISCELLANEOUS ইত্যাদি পরীক্ষার জন্য উপযোগী।

ভারতের ইতিহাস ------- WBCS ,PSC MISCELLANEOUS ইত্যাদি পরীক্ষার জন্য উপযোগী। 


  1. রাজবলি  গ্রন্থের লেখক কে ? --------মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।(১৮০৮ সালে লেখা ).
  2. HISTORY OF BRITISH INDIA  কার লেখা ? -----------জেমস মিল। (১৮১৭)
  3. সলবাই এর সন্ধি কত সালে হয়েছিল ?------- ১৮৭২।
  4. বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল ? -------- ১৭৬৪। 
  5. বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ? --------অযোধ্যার শাসক সুজা উদ দৌলা , মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ও মিরকাশিমের জোট ও ইংরেজ দের মধ্যে।
  6. কোম্পানি কবে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে ? ------১৭৬৫। 
  7. দেওয়ানি প্রদানকারী মুঘল সম্রাট কে ছিলেন ?-------- দ্বিতীয় শাহ আলম। 
  8. বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর ইংরেজি কোন সালে হয়েছিল ? ----- ১৭৭০। 
  9. প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ কত সালে হয়েছিল ? ------- ১৮৪৫। 
  10. লাহোরের চুক্তি কব্ কাদের মধ্যে হয়েছিল ? -------১৮৪৬ সালে ইংরেজ ও শিখ এর মধ্যে। 
  11. আলিনগর এর সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল ? -------সিরাজ উদ দৌলা ও ইংরেজ কোম্পানি।
  12. বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল ? ------১৮০২ সালে।  ইংরেজ ও মারাঠার মধ্যে। 
  13. রেগুলেটিং এক্ট কত সালে প্রণীত হয়েছিল ?--------- ১৭৭৩। 
  14. ভারত শাসন আইন কত সালে প্রণীত হয় ? ------- ১৭৮৪। 
  15. ভারত শাসন আইন কবে থেকে বলবৎ হয় ? ------- ১৭৮৫ সালের ১ জানুয়ারি। 
  16. কত সালে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা উঠে যায় ?------- ১৭৭২। 
  17. ভারতে পুলিশ ব্যবস্থার প্রচলন কে করেন ?------- লর্ড কর্নওয়ালিস। 
  18. কবে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় ?------- ১৮০০। 
  19. বেনারসে সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন ? ----- জোনাথন ডানকান। (১৭৯১).
  20. এশিয়াটিক  সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?-----উইলিয়াম জোন্স। (১৭৮৪)



Post a Comment

0 Comments