GENERAL SCIENCE QUESTION AND ANSWER FOR WBCS,PSC,SSC,RAIL ETC

জেনারেল সায়েন্স , যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।  WBCS এর প্রিলি পরীক্ষায় ২৫ নম্বরের জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন থাকে। এছাড়াও RAILWAY ,SSC  ইত্যাদি পরীক্ষায় এই বিষয় টি থেকে প্রচুর প্রশ্ন আসে। বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করা হল।  


  1. পর্ণমোচী উদ্ভিত সাধারণত কোন ঋতুতে পাতা ঝরায় ?---------- শীতে। 
  2. বর্ষবলয় উদ্ভিদদের কি নির্ণয়ে সাহায্য করে ?-----------উদ্ভিতদের বয়স। 
  3. রসায়নিক ভাবে উৎসেচক কি দিয়ে তৈরি ?-----------প্রোটিন। 
  4. পেপটিক আলসারের কারণ কি ?--------------অতিরিক্ত HCL ক্ষরণ। 
  5. বিশ্বের কোন অংশে " অভিকর্ষ বল " সবচেয়ে বেশি ?----------মেরু প্রদেশে। 
  6. ব্যাকটেরিয়া সর্বনিম্ন কত তাপমাত্রায় বেঁচে থাকে ?------------  -১৭০ ডিগ্রি সেঃ। 
  7. নীচের কোনটি পেশি তন্তের কাজ নয় ?-------------যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা। 
  8. গাড়িতে ব্যাবহিত হাইড্রোলিক ব্রেক কোন নীতির সরাসরি প্রয়োগ ?----------পাস্কালের সূত্র। 
  9. মেঘলা রাতের কম শিশির হওয়ার কারণ কি ?-----------মেঘলা রাতের বিকিরণ খুব ধীরে হয়। 
  10. রান্নার গ্যাসে ৯০শতাংশের বেশি কোন যৌগ থাকে ?-----------মিথেন গ্যাস। 
  11. রক্তঞ্চনে সাহায্য কারী কণিকার নাম কি ?-----------প্লেটলেটস। 
  12. প্লুরাগহ্বরে কোন পিচ্ছিল তরল পদার্থ থাকে ?----------লসিকা। 
  13. আরশোলার সম্মুখ ডানার নাম কি ?------------ইলিট্রা। 
  14. ওভাল উইন্ডো কোথায় দেখা যায় ?----------কানে। 
  15. কোন যন্ত্রের সাহায্যে বর্ণালী মাপা হয় ?------------স্পেকট্রোমিটার। 
  16. বংশগতির সূত্র কে প্রবর্তন করেন ?------------মেন্ডেল। 
  17. চক যে পদার্থ দিয়ে তৈরি তা কি ?-------------ক্যালসিয়াম কার্বনেট। 
  18. চাপ বাড়লে কি হয় ?-------------তরলের ফুটনাঙ্ক বাড়ে। 
  19. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ?-----------রেটিনল। 
  20. তড়িৎ রাসায়নিক তুলাঙ্কের একক কি ?---------গ্রাম /এম্পিয়ার । 
  21. পৃথিবীর ঘূর্ণন বেগ বাড়লে পৃথিবীর উপর অবস্থিত বস্তুর ওজন কেমন পরিবর্তন হবে ?----------কমবে। 
  22. পুরুষের চেয়ে স্ত্রী লোকের কণ্ঠস্বর তীক্ন হয় কেন ?--------- উচ্চ কম্পাঙ্কের জন্য। 
  23. আরশোলার হৃৎপিন্ড কটি প্রকোষ্ট যুক্ত ?-----------১৩টি 
  24. কোন গাছের রোমের মধ্যে ফর্মিক অ্যাসিড থাকে ?------------বিচুটি। 
  25. দেশলাই কাঠিতে জ্বালানী হিসেব কি ব্যবহার করা হয় ?------------ এন্টি সালফার। 
  26. প্যাথোজেন কাদের বলে ?------------যে সব জীবের আক্রমনে উদ্ভিদ রোগগ্রস্ত হয় তাদের। 
  27. বৃষ্টির জলের ফোঁটা গোলাকার হয় কেন ?-------------পৃষ্টটানের জন্য। 
  28. অন্ধকারে বাদুড় উড়তে পারে কিসের সাহায্যে ? -------- আল্ট্রাসনিক ওয়েভ। 
  29. এ্যাঙ্গোলা উল কোন প্রাণী থেকে পাওয়া যায় ? ----- জার্মানির এক প্রজাতির খরগোশ থেকে। 
  30. ইন্সুলিন  এর বিপরীত কাজ করে কোন হরমোন ? ------ গ্লুকাগন। 

Post a Comment

0 Comments