Indian History for PSC , SSC, RAIL Etc.

এখানে যে সমস্ত প্রশ্ন গুলি আলোচনা করা হল সেগুলি psc, ssc , Rail  etc পরীক্ষার জন্য ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। 

  1. সর্বভারতীয় কিসানসভা কবে প্রতিষ্ঠিত হয় ? ------ ১৯৩৬।  
  2.  সর্বভারতীয় কিসানসভার প্রতিষ্ঠাতা কে ? --------  সহজানন্দ সরস্বতী। 
  3.  মিরাট ষড়যন্ত্র মামলায় দুই ব্রিটিশ নাগরিক কে কে  ছিলেন ? ---------  বেঞ্জামিন ব্রাডলি এবং ফিলিপ স্প্রাট।
  4. রুশ বিপ্লব কত খ্রিস্টাব্দে হয় ? ------ ১৯১৭। 
  5. বোম্বাইতে "ট্রেড ইউনিয়ন "শ্রমিক সংস্থা টি কে গঠন করেন ? --------- জোসেফ ব্যাপ্তিস্তা। 
  6. ভান গার্ড পত্রিকা টি কে সম্পাদনা করেন ? ------- মানবেন্দ্রনাথ রায়। 
  7. E.S.N NAMBUDRIPAD  কে ছিলেন ? -------- সর্বভারতীয় কিষান সভার অন্যতম প্রতিষ্ঠাতা এবং সাম্যবাদী বামপন্থী আন্দোলনের নেতা। 
  8. কৃষক শ্রমিক দলের মুখপত্র কি ছিল ? ------ লাঙ্গল পত্রিকা।  
  9. বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা কখন দেখা দিয়েছিল ? ------- ১৯২৯। 
  10. একতা আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন ? -------- মাদারী পাসি। 
  11. কার্লাইল সার্কুলার কবে জারি হয় ? ------- ১৯০৫। 
  12. রাশিদ আলী কে ছিলেন ? ------- আজাদ হিন্দ বাহিনীর সেনানায়ক। 
  13. পূণ চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল ?  -----------১৯৩২ সালের ২৫ অক্টোবর , গান্ধীজি ও আম্বেদকর এর মধ্যে। 
  14. কে কবে ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন ? ------- শ্রী নারায়ন গুরু।  ১৯২৪ সাল। 
  15. হোমরুল লীগ কে কবে প্রতিষ্ঠা করেন ? ------- অ্যানি বেসান্ত।  ১৯১৬ সালে। 
  16. কে কবে অনুশীলন সমিতির প্রতিষ্ঠা করেন ? ------ সতীশ চন্দ্র বসু।  ১৯০২ সালে। 
  17. ভান্ডার তহবিল কে গঠন করেন ? ------ সরলা দেবি  চৌধুরাণী। 
  18. নমঃ শুদ্রদের গুরু কাকে বলা হয় ? ------ শ্রী হরিচরণ ঠাকুর কে। 
  19. অল জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের সভাপতি কে ছিলেন ? -------- সেখ আবদুল্লা। 
  20. হায়দ্রাবাদ কবে আনুষ্ঠানিক ভাবে ভারতে যোগদান করে ? ------- ২৬ জানুয়ারি ১৯৫০। 

Post a Comment

0 Comments