WBCS ,PSC ,RAILWAY NTPC, GROUP D ,PSC CLERK এবং অন্যান্য COMPETITIVE পরীক্ষার জন্য প্রয়োজনীয় ভূগোলের কিছু প্রশ্নোত্তর

 WBCS ,PSC এবং অন্যান্য COMPETITIVE পরীক্ষার জন্য প্রয়োজনীয় ভূগোলের কিছু প্রশ্নোত্তর। নিবিড় অনুশীলন এবং মক টেস্ট সাফল্যের চাবিকাঠি   .....


  1. পশ্চিমবঙ্গের  সর্বোচ্চ সিঙ্গের নাম কি?------------- সান্দাকফু। 
  2. সান্দাকফু কোন পর্বত এ অবস্থিত  ?-----------সিঙ্গালিলা। 
  3. কালিম্পঙ পর্বত এর সর্বোচ্চ সিঙ্গ কী ?-----------ঋষিলা।
  4. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ  কোনটি ?---------অয্যোধ্যা পাহাড়ের গোর্গাবুরু। 
  5. শুশুনিয়া ও বিহারীনাথ পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায়  আছে ?------------বাঁকুড়া।
  6. টাইগার হিল কোন পার্বতশ্রেণীর অন্তর্গত ?------------ ডাংকিয়াং। 
  7. তিস্তা নদী কোন নদীতে মিশেছে ?-------------ব্রহ্মপুত্র। 
  8. ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি ?-----------যোগ।
  9. অসমের কাজিরাঙ্গা অভয়ারণ্যে কোন প্রাণী সংরক্ষিত হয় ?-----------গন্ডার। 
  10. কাশ্মীরি হরিণদের জন্য কোন অভয়ারণ্য বিখ্যাত ?--------দাচিগাম।
  11. ভারতের কোন অঞ্চলে বুনো গাধা আছে ?--------------কচ্ছের রান অঞ্চল। 
  12. কোন অভয়ারণ্য সিংহ সংরক্ষণের জন্য বিখ্যাত ?-----------গুজরাটের গীর  অভয়ারণ্য।
  13.  তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায় ?------------জেমু হিমবাহ। 
  14. কোন দুটি নদীর মিলিত রূপ হলদি নদী ?------------------কাঁসাই ও কেলেঘাই। 
  15. ভারতের কোন রাজ্যে সড়কপথের দৈর্ঘ্য সবথেকে   বেশি ?-------------মহারাষ্ট্র। 
  16. কংসাবতী নদীর  প্রধান উপনদী কোনটি ?---------------কুমারী। 
  17. মুকুটমণিপুর এ কোন নদির  ওপর জলাধার রয়েছে  ?-------------কুমারী। 
  18. পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ  গন্ডার সংরক্ষিত হয় ?-------------উত্তরবঙ্গের  জলদাপাড়ায়। 
  19. ভারতের কোন রাজ্যে কোনো বিমানবন্দর নেই ?---------- সিকিম। 
  20. ভারতের কোন প্রধান বন্দরে স্বাভাবিক পোতাশ্রয় নেই ?---------পারাদ্বীপ। 
  21. "মসনদইআলা "কোথয়  অবস্থিত ?--------পূর্ব মেদিনীপুর জেলার খেজুরীর কাছে। 
  22. পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি ?----------ঘুম। 
  23. লুংগা কি ?------------নিচুভূমি। 
  24. ভারতের বৃহতম পারমানবিক চুল্লির নাম কি ?---------ধ্রুব । 
  25. নেপালের বৈদেশিক বাণিজ্য হয় ভারতের কোন বন্দর দিয়ে ?---------কলকাতা। 
  26. পূর্ব মেদিনিপুরের প্রধান অর্থনৈতিক ফসল কি ? --- পান ও ফুল 
  27. ভারতের কোন রাজ্যের নাম আগে ছিল NEFA  ? ----- অরুণাচল প্রদেশ। 
  28. গালফ অফ মান্নার কোথায় অবস্থিত ? -------- ভারত মহাসাগরে। 
  29. ভারতের কোন রাজ্যে নিজের রাজ্যের আয়তনের শতাংশে বনাঞ্চল সর্বাধিক ? ----- মনিপুর। 
  30. পশ্চিমবঙ্গের কোথায় কুমির প্রকল্প আছে ? ------- দখ্খীন ২৪ পরগনার ভগত্পুরে। 

Post a Comment

0 Comments