ভারতের ইতিহাস : প্রাচীন ভারতের ইতিহাসের উৎস বৈদিক যুগ (WBCS ,RAIL ,BANK , PSC ইত্যাদি পরীক্ষার জন্য উপযোগী )।

         ভারতের ইতিহাস : প্রাচীন ভারতের ইতিহাসের উৎস বৈদিক যুগ (WBCS ,RAIL ,BANK , PSC ইত্যাদি পরীক্ষার জন্য উপযোগী )। 

প্রাচীন ভারতের ইতিহাস রচনার জন্য প্রয়োজনীয় উপাদান সমূহ :
দেশীয়  সাহিত্যিক উপাদান সমূহ ------   
  • বেদ ও বৈদিক সাহিত্য ------ এর রচনা কাল খ্রিস্ট পূর্ব ১৫০০ থেকে ১০০০ এর মধ্যে। চার প্রকার বেদ হল -ঋক ,সাম ,যজু ,অথর্ব। ঋগ্বেদ হল পৃথিবীর প্রাচীনতম ধর্মগ্রন্থ।
                 ঋকবেদ : - ১০২৮ টি শ্লোক রয়েছে।  দশ টি মন্ডলে বিভক্ত। দশম মন্ডলে পুরুষসূক্তে চার বর্ণের কথা বলা আছে।  তৃতীয় মন্ডলে গায়ত্রী মন্ত্র উল্লেখ আছে যা সাবিত্রী কে উদ্দেশ্য করে। সরস্বতী নদীকে এখানে পবিত্র নদী বলা হয়েছে। 
                সামবেদ : - এই বেদ গানের সমাহার। সামবেদের মন্ত্র উচ্চারণ করা হত উদ্গাত্রী দের দ্বারা। ধ্রুপদ এই বেদ থেকে উৎপত্তি বলে ধরা হয়।  
               যজুর্বেদ  : - জাগযজ্ঞের মন্ত্র উল্লিখিত আছে এবং অনার্য দের বিভিন্ন রীতিনীতি উল্লিখিত রয়েছে। এটি দুটি ভাগে বিভক্ত -১) শুক্লযজুর্বেদ ও ২) কৃষ্ণযজুর্বেদ। 
               অথর্ববেদ :- বিভিন্ন রকমের জাদু বিদ্যা ,তন্ত্র বিদ্যা সম্পর্কিত তথ্য আছে। 


  •   বেদাঙ্গ : -    ছয়টি বেদাঙ্গ রয়েছে।  এগুলি হল - শিক্ষা ,ছন্দ ,             ব্যাকরণ,নিরুক্ত ,জ্যোতিষ ও কল্প। 
  •   পুরান : - মোট পুরাণের সংখ্যা হল ১৮ টি। 
  •   উপনিষদ :- ১০৮ টি উপনিষদ রয়েছে। যার সময়কাল হল ৮০০ BC থেকে ৫০০ BC .
  • মহাকাব্য :- মহাকাব্য হল দুটি।  ১)বাল্মীকি রচিত -রামায়ন (রচনাকাল - খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী   ) ২) বেদব্যাস রচিত - মহাভারত (রচনাকাল - খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী। )
  • রামায়নের শ্লোক সংখ্যা - ২৪০০০। 
  • মহাভারতের শ্লোক সংখ্যা - ১০০০০০। 

Post a Comment

1 Comments

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete