বৈদিক সূত্র সাহিত্য

        বৈদিক সূত্র সাহিত্য 



উপনিষদের গভীর তত্ব গুলির আলোচনা ও ব্যাখ্যা থেকে ষড় দর্শনের উৎপত্তি।



  1. কপিলের -------------সাংখ্য দর্শন। 
  2. পতঞ্জলির -------------যোগ দর্শন। 
  3. গৌতমের -------------ন্যায় দর্শন। 
  4. কনাদের --------------বৈশেষিক দর্শন। 
  5. জৈমিনির -------------পূর্ব মীমাংসা। 
  6. বেদব্যাস---------------উত্তর মীমাংসা। এর অন্তর্ভুক্ত। 

                                                       বৈদিক দেব -দেবী 
  1. মূলত প্রকৃতির পূজার চল ছিল। 
  2. ঋক বেদে ইন্দ্রকে পূরন্দর বলে বলা হয়েছে। (যুদ্ধ ও বৃষ্টির দেবতা )
  3. ২৫০টি মন্ত্র ইন্দ্রকে উদ্দেশ্য করে রচনা করা আছে ঋকবেদে। 
  4. দ্বিতীয় স্থানে আছেন  অগ্নি। (আগুনের দেবতা )
  5. ২০০টি মন্ত্র অগ্নি কে  উদ্দেশ্য করে  রচনা করা আছে ঋকবেদে।
  6. তৃতীয় স্থানে রয়েছেন  বরুন। ( জলের দেবতা )
         দেবীরা ছিলেন ------------- পৃথিবী ,অদিতি,উষা ,রাত্রি , সাবিত্রী। 

                            বৈদিক সামাজিক ,রাজনৈতিক ও অর্থনৈতিক জীবন 
  • পরিবার ছিল পিতৃতান্ত্রিক  
  • নারীদের স্থান ছিল উচ্চ। বিশিষ্ট নারীরা হলেন ---------ঘোষা,অপালা ,লোপামুদ্রা ,গার্গী ,বিশাখা। 
  • গো মাংস নিষিদ্ধ ছিল না। তবে গাভী হত্যা অপরাধ ছিল। 
  • প্রধান খাদ্যশস্য  ছিল গম। পানীয় ছিল সোম ও সূরা। 
  • বর্ণভেদ প্রথা ছিল -----ব্রাহ্মণ ,ক্ষত্রিয় ,বৈশ্য ,ও শূদ্র। 
  • ব্রাহ্মণ --------------ধর্মীয় দায়িত্ব পালন করতেন। 
  • ক্ষত্রিয়--------------শাসন ও প্রতিরক্ষা বিষয়ক দায়িত্ত্ব। 
  • বৈশ্য --------------কৃষি ,ব্যবসা বাণিজ্য করতেন। 
  • শূদ্র----------------অপর তিন শ্রেণীর সেবা করা। 

  • রাষ্ট্রের বৃহতম একক ছিল যথাক্রমে গ্রাম ,বিশ ও জন। 
  • গ্রামের প্রধান কে বলা হ্ত -------গ্রামনি। 
  • বিশের প্রধান কে বলা হ্ত---------বিশপতি    
  • জনের  প্রধান কে বলা হ্ত----------গোপ।                                             
চার প্রকার সংগঠন বিদ্যমান ছিল ------ 
  1. সভা 
  2. সমিতি 
  3. গন 
  4. বিধত 
  • কৃষি কাজে লাঙলের  ব্যবহার ছিল। 
  • কৃষি জাত পণ্য ছিল ------- গম ,ও ধান। 
  • গরু ছিল অতি মূল্য বান। 
  • ঘোড়ার  ব্যবহার ছিল।
  • মুদ্রার ব্যবহার ছিল-------- মনা ও নিস্ক। 

Post a Comment

0 Comments