ভারতের ভূগোল থেকে কিছু MCQ . WBCS PSC রেলওয়ে পরীক্ষার জন্য

ভারতের ভূগোল থেকে কিছু MCQ . WBCS PSC রেলওয়ে পরীক্ষার জন্য :

  1. শিলং ও চেরাপুঞ্জি কোন পাহাড়ে অবস্থিত ?--------------খাসি। 
  2. জম্ম্মু ও শ্রীনগর যুক্ত করে যে পাসকে ?---------------বানিহাল। 
  3. মিশমি পাহাড়টি কোন রাজ্যে অবস্থিত ?------------অরুনাচল প্রদেশ। 
  4. টেন ডিগ্ৰী চ্যানেল কোন দুটি দ্বীপ এর মাঝে অবস্থিত ?--------------লিটল আন্দামান ও কার্নিকোবার। 
  5. ম্যাকমোহন রেখা কোন দুটি দেশ কে বিভক্ত করেছে ?-------------ভারত ও চীন। 
  6. ভারতেরওপর দিয়ে কত গুলি দ্রাঘিমা রেখা গিয়েছে ?--------------৩০টি। 
  7. "সাইলেন্ট ভ্যালি  "কোন রাজ্য অবস্থিত ?--------------কেরল। 
  8. গডউইন অস্ট্রিন বা K২কোন পর্বত শ্ৰেণীর অন্তর্গত ?-----------কারাকোরাম। 
  9. ভিলাই ও রৌরকেল্লা লৌহাইস্পাত কারখানা পরিকল্পিত হয় ভারতের ---------------পরিকল্পনায় ?------------দ্বিতীয় পঞ্চবার্ষিকী। 
  10. এয়ার ইন্ডিয়া গঠিত হয় ?------------১৯৪৭ সালে ।
  11. কুকি কোথাকার উপজাতি ?-------------মনিপুর। 
  12. বারাকর কার প্রধান উপনদী  ?-------------- দামোদর। 
  13. পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কি কারণে পরিচিত ?-------------লোকোমোটিভ ওয়াকার্স। 
  14. পশ্চিমবঙ্গের সর্বোচ্চপার্বতশৃঙ্ঘ কোন টি ?---------------সান্দাকফু। 
  15. রাজ্য সভাতে পশ্চিমবঙ্গের কতগুলি আসন রয়েছে ?------------৪২টি। 
  16. ভারতের স্থলভাগের সীমানার দৈর্ঘ্য কত ? -------- ১৫২০০ কিমি। 

Post a Comment

0 Comments