West Bengal PSC misc.solved exam paper 2006 part 4
76. ভারতবর্ষের প্রথম কোন ব্যক্তি নির্দল বিধায়ক হিসেবে একটি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন
(A) ঝাড়খন্ডের অর্জুন মুন্ডা (B) ঝাড়খন্ডের মধু কোড়া (C) কর্ণাটকের কুমারাস্বামী (D) ছত্রিস গড়ের অজিত যোগী
77. বেনজাল ক্লোরাইড কে ক্যালসিয়াম হাইড্রোকসাইড দ্বারা আর্দ্র বিশ্লেষণ করলে উৎপন্ন হয়
(A) বেনজয়িক অ্যাসিড (B) বেনজাল ডিহাইড (C) বেনজাইল অ্যালকোহল (D) বেনজয়িন
78. সীফ হচ্ছে
(A) মরুভূমি (B) উপসাগর (C) Playa হ্রদ (D) বালিয়াড়ি
79. দুটি সংখ্যার অনুপাত 2 : 3 এবং তাদের ল.সা.গু. 54 হলে সংখ্যা দুটির যোগফল হল
(A) 45 (B) 48 (C) 63 (D) 36
80. তালিকোটায় যুদ্ধ কোন খৃষ্টাব্দে সংঘটিত হয় ?
(A) 1565 (B) 1192 (C) 1191 (D) 1526
81. সম্প্রতি কোন ফিল্ম " গান্ধীগিরি " র ধারণা জনপ্রিয়া করে তুলেছে ?
(A) ম্যানে গান্ধীকো নেহি মারা (B) গান্ধী (C) লাগে রহো মুন্নাভাই (D) হে রাম এ গান্ধী
82. চুণ হল
(A) CaCO3 (B) CaO (C) CaCl2 (D) CaH2
83. Shorea Robusta কার লাতিন নাম ?
(A) শাল (B) শিশু (C) সেগুন (D) চন্দন
84. বর্তমানে পিতা ও পুত্রের বয়স যথাক্রমে 18x
এবং 2x2 ; যখন পিতার বয়স
3x2 তখন পুত্রের বয়স ছিল x+4
3x2 তখন পুত্রের বয়স ছিল x+4
বর্তমানে পিতার বয়স
(A) 58 (B) 68 (C) 70 (D) 72
85. 'আকবরনামা' কার লেখা ?
(A) আবুল ফজল (B) টোডর মল (C) ইবন বতুতা (D) আব্দুল কাদের বদাউনি
86. হুগলী জেলার সিঙ্গুর গ্রামে সম্প্রতি কেন এত খবরে গুরুত্ব পেয়েছে ?
(A) কৃষকদের আন্দোলনের জন্য (B) খরার জন্য (C) দ্রুত শিল্প বিকাশের জন্য (D) টাটাগোষ্ঠির মোটারগাড়ী নির্মাণ প্রকল্পের উদ্দেশ্যে জমি অধিগ্রহনের সরকারী পদক্ষেপের জন্য
87. মিথেনের দহনে তৈরী হয়
(A) CO2+H2 (B) CO2+H2O (C) N2+H2 (D) O2+H2
88. রুদ্রপ্রয়াগ -এই দুই নদীর সঙ্গমে অবস্থিত
(A) অলকানন্দা-ভাগীরথী (B) অলকানন্দা-মন্দাকিনী (C) মন্দাকিনী-শোনগঙ্গা (D) মন্দাকিনী-গঙ্গা
89. একটি ভগ্নাংশকে সেই সংখ্যা দিয়ে গুণ করার পর সংখ্যাটি অন্যেন্যক দিয়ে ভাগ করা হল । ভাগফল 51227
হলে আদি ভগ্নাংশটি হল
(A) 73
(B) 37 (C) 83 (D) 34
90. ' কলকাতা মাদ্রাসা ' র প্রতিষ্ঠাতা কে ?
(A) লর্ড কর্ণওয়ালিশ (B) ওয়ারেন হেস্টিংস (C) রাজা রাধাকান্ত দেব (D) রাজা রামমোহন রায়
91. বীণা রামানী কে ?
(A) একজন সমাজসেবী (B) জেসিকা লাল হত্যা মামলায় একজন প্রধান সাক্ষী (C) একজন চলচ্চিত্র অভিনেত্রী (D) একজন মডেল
92. ক্ষারীয় দ্রবণে ফিনল্পথ্যালিনের বর্ণ
(A) নীল (B) গোলাপী (C) বেগুনী (D) সবুজ
93. রেগুর হচ্ছে
(A) লালমাটি (B) ল্যাটেরাইট মৃওিকা (C) কৃষ্ণ মৃত্তিকা (D) পলিমাটি
94. সব থেকে বেশী ইক্ষু উৎপাদন হয় এই স্থানে :
(A) ভাবর (B) ভাঙর (C) রেগুর (D) ল্যাটেরাইট
95. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্টিত হয় ?
(A) কলকাতা (B) দিল্লী (C) পুণা (D) বোম্বাই
96. নিম্নোক্ত ভারতীয়দের মধ্যে কে রাষ্ট্রসংঘের মহাসচিব পদের জন্য একজন প্রার্থী ছিলেন ?
(A) কুনাল নটবর সিং (B) যশোবন্ত সিং (C) শশী থারুর (D) মণিশঙ্কর আইয়ার
97. টারটারিক অ্যাসিড অপ্রতিসম কার্বনের সংখ্যা
(A) 2 (B) 4 (C) 3 (D) 1
98. লৌহ আকরিকের সর্বাধিক উৎপাদক
(A) ঝাড়খন্ড (B) কর্ণাটক (C) উড়িষ্যা (D) ছত্রিশগড়
99. রাজ্যে জনঘনত্ব সর্বাধিক
(A) কেরালা (B) পশ্চিমবঙ্গ (C) উত্তরপ্রদেশ (D) উত্তরাঞ্চল
100. সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ?
(A) মহম্মদ আল হাসান (B) মহম্মদ আলি জিন্না (C) হজরত মোহিনী (D) খান আব্দুল গফফর খান
0 Comments