MCQ from Ancient Indian History Kushana Dynasty,Satvahana Dynasty including 1000 MCQs series PART 3

 MCQ from Ancient Indian History Kushana Dynasty,Satvahana Dynasty including 1000 MCQs series 

              প্রাচীন ভারতের ইতিহাস  থেকে ১০০০ টি MCQ SERIES চলবে . এটি হল তার     THIRD   PART । প্রতিটি পার্ট এ ২৫ টি  করে QUESTION  থাকবে।  সিরিজ গুলির  ফ্রি অনলাইন মকটেস্ট দেওয়ার জন্য আমাদের  ওয়েবসাইট STUDENTSHELPFORUM.COM দেখুন।

ANCIENT INDIAN HISTORY  PART 3 


প্রাচীন ভারতের ইতিহাস :কুষাণ বংশ , সাতবাহন বংশ 


1. বুদ্ধচরিতের রচয়িতা কে ছিলেন ?
      
a ) অশ্বঘোষ 
b ) বসুমিত্র 
c ) হর্ষবর্ধন 
d ) নাগসেন

2. কণিষ্কের সভাকবি কে ছিলেন ?
     
a ) বাণভট্ট 
b ) অশ্বঘোষ 
c ) বরাহমিহির 
d ) জয়দেব

3. গান্ধার শিল্পরীতি কোন কোন শিল্পরীতির মিশেল ছিল --
     
a ) ভারতীয় শৈলী ,গ্রিক শৈলী 
b )গ্রিক শৈলী , কুষাণ শৈলী 
c ) ভারতীয় শৈলী , কুষাণ শৈলী                        
d )  ভারতীয় শৈলী , পারস্য শৈলী       

4.  নিম্নলিখিতগুলির মধ্যে কে  পেশোয়ারে একটি বিহারের স্তূপ স্থাপন করেছিলেন --
     
a ) অশোক 
b )কনিষ্ক 
c ) বিম্বিসার 
d ) শ্রীগুপ্ত

5.  নিচের কোনটি মথুরা স্কুল অব আর্টের ভাস্কর্যগুলিতে ব্যবহৃত হয়েছে? -- 
    
 a )লাল বেলেপাথর 
b ) গ্রানাইট 
c )   মার্বেল 
d ) কাদামাটি

6. কণিষ্কের দ্বিতীয় রাজধানী কি ছিল ? -- 
     
a ) মথুরা   
b ) সাঁচী   
c ) বেনারস   
d ) পাটলিপুত্র

7. চরক নিম্নলিখিত কোন রাজার সমসাময়িক ছিলেন -- 
     
a ) অশোক 
b ) কনিষ্ক 
c ) চন্দ্রগুপ্ত মৌর্য 
d ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

8. কে শকাব্দ চালু করেছিলেন -- 
     
a )কনিষ্ক  
b)অশোক  
c)মিনান্দার 
d)কুজুল  কদফিসেস

9. কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে --- 
     
a ) কনিষ্ক 
b ) কুজুল কদফিসেস 
c )বাসুদেব 
d ) বিম কদফিসেস

10. কার শাসন কালে গান্ধার শিল্পশৈলীর বিকাশ ঘটে -- 
     
a ) গুপ্ত 
b ) কুষাণ 
c ) হুন 
d ) চোল

11. সাতবাহন বংশের  প্রতিষ্ঠাতা কে -- 
    
a )সিমুখ 
b ) কান্য 
c ) সাতকর্নি 
d ) কৃষ্ণ

 12.সাঁচী স্তূপের একটি প্রবেশদ্বারে নিচের কোন সাতবাহন রাজার নাম লেখা আছে?-- 
   
 a )সিমুখ 
b ) কান্য 
c ) সাতকর্নি 
d ) কৃষ্ণ   

13. নীচের কোন উক্তিটি বশিষ্ঠীপুত্র পুলুমাভি সম্পর্কে সঠিক নয়?--
   
 a) বশিষ্ঠীপুত্র শ্রী পুলুমাভি হিসাবে উল্লেখ করা হয়েছে    
b ) গোদাবরী নদীর তীরে পৈঠান  বা  প্রতিষ্ঠানে   তাঁর রাজধানী স্থাপন করেন ।  
c )তিনি তার সীমানা পূর্ব দাক্ষিণাত্য  পর্যন্ত প্রসারিত করেছিলেন এবং জাভা এবং সুমাত্রার সাথে বাণিজ্য শুরু করেছিলেন।   
d ) তিনি ম্যাট্রোনিয়াম(মায়ের নাম ) বহনকারী প্রথম রাজা ছিলেন ।

 14. মৌর্য সাম্রাজ্যের পতনের পরে দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য নিম্নলিখিত রাজবংশের মধ্যে কাকে কৃতিত্ব দেওয়া হয়?--
     
a )পল্লব
b ) চোল 
c )সাতবাহন 
d )বাকাটক

15. সাতবাহন রাজ্যের  বিচারক ও বিচার বিভাগের কর্মকর্তাদের নাম কী ছিল?--- 
     
 a )আমাত্য 
b )রাজুক 
c )ভোজ 
d)গামিকা

16.  কোন রাজা গৌতমীপুত্র সাতকর্ণির দ্বারা পরাজিত হয়েছিলেন ?--
    
 a ) মোগা 
b )রুদ্রদমন I 
 c )মিনান্দার 
d ) নহপ

17.   নাসিক প্রশস্তি  কার -- 
   
 a ) অশোক 
b ) বাসুদেব 
c ) গৌতমীপুত্র সাতকর্নি 
d ) বশিষ্ঠীপুত্র পুলুমাভি

18.  সর্বশেষ সাতবাহন শাসক কে ছিলেন? -- 
    
a )সিমুখ  
b )কৃষ্ণ 
c )যজ্ঞ শ্রী সাতকর্ণি 
d )পুলামাভি IV

19.  বিশদে নিচের কোন সাতবাহন রাজার কৃতিত্বের বিবরণ নানঘাটে শিলালিপিতে বর্ণিত হয়েছে?---
    
a ) কান্য 
b )বসিষ্ঠিপুত্র পুলুমাভি 
c )গৌতমীপুত্র সাতকর্ণি 
d )সাতকর্ণি

20.   নাসিক প্রশস্তি কার রচনা -- 
     
a )গৌতমীপুত্র সাতকর্ণী 
b )সাতকর্ণী I 
c ) কান্য 
d ) গৌতমী

21.  নিচের কোন জোড়াটি সঠিক ভাবে মেলে না -- 
     
a ) মৌর্য সাম্রাজ্য -- চন্দ্রগুপ্ত মৌর্য 
b )শুঙ্গ বংশ -- পুষ্যমিত্র শুঙ্গ 
c )সাতবাহন বংশ -- গৌতমীপুত্র সাতকর্ণী 
d )সবকটি ঠিক

22. প্রথম  matronym (মায়ের নাম ) বহনকারী রাজা ছিলেন -- 
    
a ) সাতকর্ণী 
b ) সিমুখ 
c ) বশিষ্ঠীপুত্র পুলুমাভি 
d ) গৌতমীপুত্র সাতকর্ণী 

23. কুজুল কদফিসেস এর পর সিংহাসনে বসেন -- 
   
 a ) কনিষ্ক 
b ) বিম কদফিসেস 
c ) বসিস্ক 
d ) কান্য 

24. কনিষ্ক কে বৌদ্ধ ধর্মে দীক্ষা দিয়েছিলেন কে ? -- 
    
a ) নাগার্জুন 
b ) অশ্বঘোষ 
c ) বসুমিত্র 
d ) উপগুপ্ত 
25. কাকে দক্ষিণ পথপতি বলে অভিহিত করা হয়েছে ?
   
 a ) সাতকর্নি I 
b ) অগ্নিমিত্র 
c ) বসুমিত্র 
d ) রুদ্রদামন  

Post a Comment

0 Comments