ANCIENT INDIAN HISTORY 1000 MCQ SERIES PART 2


ভ    প্রাচীন ভারতের ইতিহাস  থেকে ১০০০ টি MCQ SERIES চলবে . এটি হল তার SECOND PART । প্রতিটি পার্ট এ ২৫ টি  করে QUESTION  থাকবে।  সিরিজ গুলির  ফ্রি অনলাইন মকটেস্ট দেওয়ার জন্য আমাদের  ওয়েবসাইট STUDENTSHELPFORUM.COM দেখুন।

ANCIENT INDIAN HISTORY  MCQ PART - 2



1.  কণিষ্কের রাজধানী ছিল ----  
 
a.বেনারস 
b. পুরুষপুর  
c. সারনাথ  
d. এলাহাবাদ 

2. মহাবীর কোথায় দেহত্যাগ করেন ? --- 

a. বৈশালী 
b. পাবানগর 
c. লুম্বিনী  
d. পাটলীপুত্র  

3. শশাঙ্ক কার উপাসক ছিলেন ? ---

a. শিব  
b.কালী  
c.বিষ্ণু 
d.ব্রম্ভা 

4. ভারতবর্ষের সবচেয়ে বড় বিজাপুরের গম্বুজটি  কে নির্মাণ করেন ? ---
a. হোসেন শাহ  
b.আদিল শাহ  
c. ইলিয়াস শাহ  
d. নসরৎ শাহ                

5. শুঙ্গ বংশের দ্বিতীয় রাজা অগ্নিমিত্র যে নাটকের নায়ক ছিলেন সেটির নাট্যকার  ----

a. কালিদাস  
b. পতঞ্জলী  
c. অশ্বঘোষ  
d. বাণভট্ট     

6. নিম্নলিখিত কোন বংশের শাসকগণ দক্ষিণ ভারতে সবচেয়ে বেশি আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন ? --- 
a. চালুক্য বংশ  
b.চোল বংশ  
c. পল্লব বংশ  
d. সেন বংশ      

7. বিবি কা মকবারা কোথায়  অবস্থিত ? ---

a. আগ্রা 
b. দিল্লী  
c.ঔরঙ্গাবাদ  
d.আজমীর 

8. নিম্নলিখিত ব্যাক্তিদের মধ্যে কে অন্যান্যদের সমসাময়িক নন ? ---- 

a.বিম্বিসার  
b. গৌতমবুদ্ধ  
c. প্রসেনজিৎ  
d. মিলিন্দ     

9. বিক্রমশীলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন ? --- 
a. ধর্মপাল 
b. দেবপাল  
c. মহীপাল 
 d. গোপাল  

10.সিজদা প্রথা ককে চালু করেন ? --- 
a. বলবন  
b. ফিরোজশাহ তুঘলক  
c. মহম্মদ তুঘলক  
d. আলাউদ্দীন খিলজী   

11. শাহজাহানের চার পুত্রের মধ্যে কে অথর্ব বেদ অনুবাদের কৃতিত্ব অর্জন করেন ? --- 

a. সুজা  
b. মুরাদ  
c. দারা  
d. ঔরঙ্গাবাদ    

12. মেবার এর রানা প্রতাপ সিং মোগল সেনাদের দ্বারা পরাজিত হয়েছিলেন কোন যুদ্ধে ? --- 

a. মেবার  
b.চিতোর 
c. হলদিঘাট  
d. উদয়পুর    

13. চেঙ্গিস খাঁ কোন রাজার রাজত্বকালে ভারতের সীমান্তে আসেন ? --- 

a. ইলতুৎমিস 
b. বলবন 
c. মহম্মদ বিন তুঘলক 
d. আলাউদ্দীন খিলজী   

14. বুদ্ধ চরিতের রচয়িতা কে ? --- 

a. অশ্বঘোষ  
b. বিহ্লন  
c. কৌটিল্য  
d. বিষ্ণুগুপ্ত         

15. ন্যায়ের শৃঙ্খল স্থাপন করেন  ---- 
a. শাহজাহান 
 b. আকবর  
c. হুমায়ুন  
d. জাহাঙ্গীর     

16. সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা কে ? --- 

a. টিপুশাহ  
b. মজনু শাহ  
c. তিতুমীর  
d. অচল সিংহ    

17. চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ? --- 

a. নিজামুদ্দিন  
b. মইনুদ্দিন  
c. রামানন্দ  
d. বখতিয়ার   

18. কোন সুলতানের উৎসাহে রাজতরঙ্গিনী এবং মহাভারত ফারসিতে অনুবাদ করা হয় ? --- 

a. জৈন উল আবেদিন  
b. ইলিয়াস শাহ  
c. ইলতুৎমিশ 
 d.হোসেন শাহ     

19. রেহালা র রচয়িতা কে ? --- 

a. ইবন বতুতা  
b. কালিদাস  
c. নিকলোকোন্টি  
d. কোনোটিই নয়                      

20. কে বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ? --- 

a. দৌলত খাঁ লোদী 
b. ইব্রাহিম লোদী  
c. সিকন্দার লোদী 
 d. কোনোটিই নয়     

21. কোন সম্রাট উত্তর পশ্চিম ভারতের জন্য খরোষ্ঠী লিপি ব্যবহার করতেন ? ----
 
a. অশোক  
b. হর্ষবর্ধন  
c. বিম্বিসার  
d.অজাতশত্রু     

22. জাবতি প্রথার উদ্যোক্তা হলেন  ----

a. আকবর  
b. শেরশাহ  
c. সিকন্দার লোদী  
d. গিয়াসউদ্দীন তুঘলক      

23. সিন্ধু সভ্যতার কোথায় সিটাডল ছিলনা ? ---

a. চানহুদাড়ো  
b. মহেঞ্জোদারো 
 c. হরপ্পা  
d. কালিবঙ্গান   

24. পাইবস কথাটির অর্থ কি ? --- 

a. সম্রাটের পদদ্বয় চুম্বন করা  
b. অভিবাদন জানানো  
c. মাথা নত করে প্রণাম করা
d. সম্রাটের সামনে কথা না বলা  

25. দিনেমার বলতে কোন দেশের লোকেদের বোঝানো হয় ? ---

a. নেদারল্যান্ড  
b. পর্তুগিজ  
c. ডেনমার্ক  
d. হল্যান্ড            

ANCIENT INDIAN HISTORY 1000 MCQSPART NO 1  CLICK HERE

Post a Comment

0 Comments