1000 MCQS FROM GEOGRAPHY FOR WBCS RAIL SSC part 3

ভারতের ভূগোল থেকে 1000 MCQ For WBCS, Rail, SSC, PART - 3



 1. কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি ?

 

a ) পশ্চিমবঙ্গ 

b ) উত্তরপ্রদেশ 

c ) বিহার 

d ) ছত্তিশগড় 


2. কোন তারিখে " বিশ্ব জৈব জ্বালানি দিবস " উৎযাপিত হয় ? 

a ) ১২ আগস্ট 

b ) ৯ আগস্ট 

c ) ১০ আগস্ট 

d ) ১৫ আগাস্ট


3. "রান্ড" নিম্নলিখিত কোন দেশটির  মুদ্রাকে বলা হয় ? 

a ) নামিবিয়া 

b ) রোমানিয়া 

c )   ইরান 

d ) নরওয়ে 


4. জাতীয় জলপথ কোন নদীর  ওপর অবস্থিত ? 

a ) কৃষ্ণা 

b ) গোদাবরী 

c ) a ও b উভয়ই 

d ) কোনোটিই নয় 


5. কমন ওয়েলথ - এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

a ) প্যারিস 

b ) নিউ ইয়র্ক 

c  )  ঢাকা 

d ) লন্ডন 


6. "স্কোডা"  দেশের  গাড়ি উৎপাদন সংস্থা ? 

a ) জাপান 

b ) চেক প্রজাতন্ত্র 

c ) জার্মানি 

d )  দক্ষিণ কোরিয়া 


7.  কোন রাজ্যে  স্যান্ড দুন পার্ক  স্থাপনের জন্য তিন কোটি টাকা মঞ্জুর করল বিশ্ব ব্যাঙ্ক ?

a ) অরুণাচল প্রদেশ 

b ) গোয়া 

c ) পশ্চিম বঙ্গ 

d ) রাজস্থান 


8. রোয়ান্ডার রাজধানীর নাম কী ?

a ) বোগোটা 

b ) কিঘালি 

c ) কোপেন হেগেন 

d ) নমপেন 


9. ক্যালিকো বলতে বোঝায় -

a ) নীল 

b ) তুলো 

c ) মশলা 

d ) সুতিবস্ত্র 


10. পৃথিবী পৃষ্টে যে অংশে প্রাণের অস্তিত্ব রয়েছে তা হল -

a ) লিথোস্ফিয়ার  

b ) হাইড্রোস্ফিয়ার 

c ) আটমোস্ফিয়া 

d ) বায়োস্ফিয়ার 


11. জোজিলা গিরিপথ যোগাযোগ রক্ষা  করেছে - 

a ) কাশ্মীর ও লাডাকের মধ্যে 

b ) কাশ্মীর ও লে'র মধ্যে 

c ) জম্মু ও কাশ্মীরের মধ্যে 

d ) কোনোটিই নয় 


12. ভারতের সর্বোচ্চ জলপ্রপাতটির নাম কী ?

a ) ধুয়াধার 

b ) চিত্রকোট 

c ) যোগ 

d ) হুড্রু 


13. নীচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন ?

a ) শতদ্রু 

b ) গঙ্গা 

c ) বিপাশা 

d ) ইরাবতী 


14. লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত ? 

a ) হিমাচলপ্রদেশ 

b ) মনিপুর 

c ) ত্রিপুরা 

d ) মিজোরাম  


15. SHOLA FOREST কোন কোন রাজ্যে দেখা যায় ? 

a ) পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা   

b ) কর্ণাটক, তামিলনাড়ু, কেরল 

c ) কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু 

d ) মনিপুর, মিজোরাম,ত্রিপুরা 


16. মাইথন বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 

a ) H.P.

b ) W.B.

c ) Bihar 

d ) Jharkhand 


17. আদমসুমারি ২০১১ অনুযায়ী সর্বাধিক নগরায়ণ ঘটেছে যে রাজ্যে -

a ) মহারাষ্ট্র 

b ) গোয়া 

c ) তামিলনাড়ু 

d ) কেরল 


18. ভারত মায়ানমারের সীমান্ত কোন পর্বতের মাধ্যমে বিচ্ছিন্ন ? 

a ) লুসাই 

b ) কাঞ্চনজঙ্গা 

c ) হিমালয় 

d ) নাগাপাহাড় 


19. কোন নদীর তীরে রৌরকেল্লা ইস্পাত কেন্দ্রটি অবস্থিত ?

a ) ভদ্রা 

b ) ব্রাম্ভনী 

c ) দামোদর 

d ) ভীমা 


20. সিলভাষা কোথাকার রাজধানী ?

a ) দমন ও দিউ 

b ) দাদরা ও নাগার হাভেলী 

c ) লাক্ষাদ্বীপ 

d ) আন্দামান ও নিকোবর 


21. সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ? 

a ) আলিপুরদুয়ার 

b ) কার্শিয়াং 

c ) দার্জিলিং 

d ) কোচবিহার 


22. ভারতীয় রেল কোন বছর জাতীয়করণ হয় ?

a ) 1948

b ) 1949

c ) 1950

d ) 1951


23. সুবর্ণরেখা নদীর তীরে নিচের কোন ইস্পাত নগরটি অবস্থিত ?

a ) ভিলাই 

b ) দুর্গাপুর 

c ) জামশেদপুর 

d ) রউরকেল্লা


24. জোরোফাইট উদ্ভিদ কোথায় দেখা যায় ? 

a ) ছোটনাগপুর মালভুমি 

b ) খাসি পাহাড় 

c ) পূর্বঘাট পর্বত 

d ) কচ্ছ 


25. সবুজ গ্রহ কোনটি ?

a ) ইউরেনাস 

b ) প্লুটো 

c ) পৃথিবী 

d ) মঙ্গল   

Post a Comment

0 Comments