1000 MCQS FROM GEOGRAPHY FOR WBCS RAIL SSC part 4

 

ভারতের ভূগোল থেকে 1000 MCQ For WBCS, Rail, SSC, PART - 4


1. কান্ডারী এক্সপ্রেস কোন দুটি স্টেশনের মধ্যে চলে ?

a ) হাওড়া ও মেদিনীপুর 

b ) দিঘা ও হাওড়া 

c ) কলকাতা  ও চারুলিয়া 

d ) মেছেদা ও হাওড়া 


2. ভারতীয় জনগণনা অনুযায়ী মৌজা হল -

a ) ছোট থানা 

b ) খাজনা গ্রাম ( revenue village )

c ) Community Development Block

d ) ওপরের কোনোটিই নয় 


3. নিরাক্ষ রেখা পৃথিবীকে  বেষ্টন করে আছে - 

a ) উত্তর-দক্ষিণে 

b ) উত্তর-পূর্বে 

c ) দক্ষিণ-পশ্চিমে 

d ) পূর্ব-পশ্চিমে 


4. বক্সাইট  ধাতুর আকরিক ?

a ) অ্যালুমিনিয়াম 

b ) অভ্র 

c ) এলুমিনা 

d ) কোনোটিই নয় 


5. দার্জিলিং হিমালয়ান রেলওয়ে  কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষিত  হয় ?

a ) ১৯৮০

b ) ১৯৯০

c ) ১৯৯৯

d ) ২০০৩


6. পশ্চিমবঙ্গে প্রাপ্ত সর্বাধিক উন্নত মানের কয়লা হল -

a ) লিগামেন্ট 

b ) বিটুমিনাস 

c ) এনথ্রাসাইট 

d ) পিট 


 7. ইডেন খাল কোন  রাজ্যে অবস্থিত ?

a ) ওডিশা 

b ) ঝাড়খন্ড 

c ) পশ্চিমবঙ্গ 

d ) বিহার 


8. মহারাষ্ট্রে কৃষ্ণ মৃত্তিকাকে বলে -

a ) খাদার 

b ) রেগুর 

c ) ভাবর

d ) রেগোলিস 


9. পশ্চিমবঙ্গের পশ্চিম অংশের দীর্ঘতম নদী কোনটি ?

a ) কয়না 

b ) দামোদর 

c ) রূপনারায়ণ 

d ) তোর্সা 


10. ভারতে পাট চাষের প্রধান কেন্দ্র হল -

a ) তামিলনাড়ু 

 b ) পশ্চিমবঙ্গ 

c ) কেরল 

d ) হিমাচলপ্রদেশ 


11. ঝাড়খণ্ডের সিংভূম জেলা কী জন্য বিখ্যাত ?

a ) তামা 

b ) অভ্র 

c ) কয়লা 

d ) লোহা 


12. জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত ?

a ) তিস্তা ও করলা 

b ) তিস্তা ও  তোর্সা 

c )  তিস্তা ও জলঢাকা 

d ) তোর্সা ও কেরলা


13. দীনদয়াল পোর্টের  পূর্ব নাম কী ?

a ) কলিকাতা বন্দর 

b ) কান্ডালা  বন্দর 

c ) চাঁদবালি বন্দর 

 d ) কাকিনাড়া বন্দর 


14. সহী সঞ্চারণ মতবাদটি বিজ্ঞানসম্মত ভাবে ব্যাখ্যা করেন -

a ।) এফ বিটেলার 

b ) ফ্রান্সিস বেকন 

c ) আলফ্রেড ওয়াগনার 

d ) সুহিডার 


15. মোহ বিযুক্তি আবিষ্কার করেন বিজ্ঞানী - 

a ) মোহরবিসিক 

b ) গুটেনবার্গ 

c ) কনরাড 

d ) চার্চিল 


16. টেথিস নামক মাহিখাত থেকে  কোন পর্বতের উৎপত্তি হয় ?

a ) আল্পাস 

b ) হিমালয় 

c ) রকি 

d ) আন্দিজ 


17. একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হল - 

a ) আরাবল্লী 

b ) হিমালয় 

c ) পশ্চিমঘাট 

d ) বিন্ধ্য 


18. ত্রিমাত্রিক গুণসম্পন্ন মৃত্তিকার এককটি হল - 

a ) পেড 

b ) পেডন 

c ) এপিপেডল

d ) পলি পেডন 


19. ম্যালথাসের তত্ব অনুসারে জনসংখ্যার বৃদ্ধি হয় -

a ) জ্যামিতিক হারে 

b ) গাণিতিক হারে 

c ) স্বাভাবিক হারে 

d ) গুণোত্তর হারে 


20. 'প্যানথালাসা(panthalassa) ' কথার অর্থ -

a ) সমস্থ স্থলভাগ 

b ) সমস্থ জলভাগ 

c ) a ও b দুটোই ঠিক 

d ) a ও b  দুটোই ভুল 


21. প্যানজিয়া কথাটির অর্থ হল - 

a ) সমস্থ স্থলভাগ 

b ) সমস্থ জলভাগ 

c ) সমস্থ জল ও স্থলভাগ 

d ) কোনোটিই নয় 


22. গতিশীল ভারসাম্য তত্বের প্রবক্তা - 

a ) প্যাংক 

b ) এল . সি . কে .

c ) মরগ্যান 

d ) হ্যাক 


22. ঘূর্ণাবর্তে আকাশের অবস্থা থাকে -

a ) মেঘযুক্ত 

b ) মেঘাছন্ন 

c ) কুয়াশাছন্ন 

d ) কোনোটিই নয় 


23. ওজনস্থর  ক্ষয়ের সবচেয়ে বেশি ভূমিকা পালন করে যে গ্যাসটি -

a ) CFC

b ) So2

c) CO

d) CO2


24. গ্রামের পোষাকী নাম হল - 

a ) মৌজা 

b ) তহসিল 

c ) হ্যাসলেট 

d ) সমিতি 


25. মৌনলোয়া কোন ধরনের আগ্নেয়গিরি ?

a ) অবিরাম 

b ) সবিরাম 

c ) সুপ্ত 

d ) মৃত  

Post a Comment

0 Comments