1000 MCQS FROM GEOGRAPHY FOR WBCS RAIL SSC PART 2


ভারতের ভূগোল থেকে 1000 MCQ For WBCS, Rail, SSC, PART - 2




1. কোন  national highway  'lifeline of Mayanmar' নামে পরিচিত ?

a ) NH 47 A 
b) NH 39
c) NH 24
d) NH 14

2. ওজোন স্তর গুরুত্বপূর্ণ কেন ?

a ) বায়ুর ঘনত্ব  ঠিক রাখে 
b ) নীল আলোর বিচ্ছুরণে সাহায্য 
c) অতিবেগুনি রশ্মির হাত থেকে  রক্ষা করা 
d) গ্রীন হাউস এফেক্ট তৈরি করা 

3.ভারতের শুষ্কতম জায়গা কোনটি ?

a) লেহ 
b) বার্নার 
c) জয়সলমীর 
d) বিকানীর 

4.সহ্যাদ্রি  কার ঐতিহ্যবাহী নাম ?
 
a) পশ্চিমঘাট 
b ) পূর্বঘাট 
c ) আরাবল্লী 
d ) বারবার এবং নাগার্জুন পাহাড় 

5.এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ পথ কোনটি ?

a ) কার্গিল গিরিপথ 
b ) জোজিলা পাস্ গিরিপথ 
c ) শ্রীনগর থেকে লেহ পর্যন্ত জাতীয় সড়ক 
d ) খাইবার পাস্ 

6.উইলি উইলি কাকে বলে ?

a ) ভূ কম্পন 
b ) খুব উষ্ণ সমুদ্র তরঙ্গ 
c ) অস্ট্রেলিয়ার নিকট  নিরক্ষীয় ঘূর্ণিঝড় 
d ) কোনোটিই নয় 

7.ভারতের পশ্চিম দিকে কোন দ্বীপপুঞ্জ অবস্থিত ?

a ) লাক্ষাদ্বীপ , মিনিকয় ও আমিনডিভি 
b ) আন্দামান ও নিকোবর 
c ) গোয়া ,দমন ও দিউ 
d ) জম্বুদ্বীপ 

8.ভারতের সবচেয়ে বড়ো ব্যাঘ্র সংরক্ষন কেন্দ্র হল --

a ) নাগার্জুন সাগর --শ্রীসাইলাম 
b ) মানস 
c ) পেঞ্চ 
d ) করবেট 

9.Queen of the Arabian Sea বলা হয় কোন জাতীয় পোতাশ্রয় কে ?

a ) নবসেবা (জওহরলাল নেহেরু বন্দর )
b ) মারমা গাওঁ 
c ) কোচি 
d ) পারাদ্বীপ 

10.২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের population growth rate কত ?

a ) 17.64%
b) 18.64%
c) 19.64%
d) 20.69%

11.সাতপুরা পর্বতের উচ্চতম শৃঙ্গ হল --

a ) সেনকোটটা  
b ) ধূপগড় 
c ) আনাইমুদি 
d ) মহেন্দ্রাগিরি 

12. তিব্বতের নদী 'সাংপো' ভারতে কোন রাজ্য দিয়ে প্রবেশ করেছে ?

a ) অরুনাচল প্রদেশ
b ) মনিপুর
c ) আসাম
d ) নাগাল্যান্ড

13. Grey Revolution হল :- 

a ) Fertilizer
b ) পাট উৎপাদন
c ) তুলো
d ) মধু

14. ভারতের 'ওরচা' শহর ইউনেস্কো ওয়াল্ড হেরিটেজ সাইট এ অন্তর্ভুক্ত হয়েছে৷ এটি কোন রাজ্যে অবস্থিত ?

a ) হরিয়ানা
b ) গুজরাট
c ) মধ্যপ্রদেশ 
d ) মহারাস্ট্র 

15. নীল  বিপ্লব কথাটি কিসের সঙ্গে সম্পর্কিত ? 

a ) মৎস উৎপাদন 
b ) দুগ্ধ উৎপাদন 
c ) তৈলবীজ চাষ 
d ) কোনোটিই নয় 

16. কাবেরী নদী কোথায় উৎপত্তি লাভ করেছে ?

a ) ত্রিম্বক পাহাড় 
b ) সিয়াওয়ার উচ্চভূমি 
c ) ব্রম্ভগিরি পর্বত 
d ) মুলতাই পর্বত 

17. নাইজার কোথাকার প্রধান নদী ? 

a ) ফ্রান্স 
b ) পশ্চিম আফ্রিকা 
c ) ইতালি 
d ) ইরাক 

18. ভারতের কোন শিল্পপতিকে " ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থার জনক " বলা হয় ? 

a ) রতন টাটা 
b ) ফকির চন্দ্র কোহলি 
c ) শিবনাদার 
d ) আজিম প্রেসজি 

19. ভারতের  প্রথম আই আই টি কোনটি ?

a ) আই আই টি কানপুর 
b ) আই আই টি দিল্লি 
c ) আই আই টি মুম্বাই 
d ) আই আই টি খড়্গপুর 

20. অঙ্করভাট মন্দিরটি কোন শহরে অবস্থিত ? 

a ) থাইল্যান্ড 
b ) কম্বোডিয়া 
c ) মায়ানমার 
d ) মালয়েশিয়া 

21. কোথায় নীল নদ  পতিত হয়েছে ? 

a ) বঙ্গোপসাগর 
b ) ভূমধ্যসাগর 
c ) আরবসাগর 
d ) কৃষ্ণসাগর 

22. সংখ্যার নিরিখে ক্ষুদ্র দেশ কোনটি ? 

a ) সোনাক 
b ) পালাউ 
c ) ভ্যাটিকান সিটি 
d ) নাওরু 

23. চন্ডিগড়ে অবস্থিত "রক গার্ডেনের " সৃষ্টিকর্তা কে ? 

a ) চার্লস কর্বুসিয়ার 
b ) খুশবন্ত সিংহ 
c ) এডওয়ার্ড বেকার 
d ) নেক চাঁদ 

24. WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ? 

a ) কাঠমান্ডু 
b ) দিল্লি 
c ) জেনেডা 
d ) প্যারিস 

25. দেশের প্রথম সি - প্লেন সার্ভিস কোন রাজ্যে চালু হয় ? 

a ) গুজরাট 
b ) রাজস্থান 
c ) মধ্যপ্রদেশ 
d ) মহারাষ্ট্র

Post a Comment

0 Comments