IMPORTANT INDIAN HISTORY 1000 MCQS FOR WBCS ,PSC,RAIL AND OTHER COMPETITIVE EXAMS PART -7

ভারতের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ MCQ আলোচনা করা হল। PART - 7   

                           





 চোল  সাম্রাজ্য থেকে গুরুত্বপূর্ণ MCQ . 

  




IMPORTANT INDIAN HISTORY1000 MCQS FOR WBCS ,PSC,RAIL AND OTHER COMPETITIVE EXAMS PART -7


1. কোন উপধি রাজেন্দ্র চোল গ্রহণ করেননি ?

a ) ত্যাগসমুদ্র
b ) গাঙ্গাইকোন্ড 
c ) মুদিকোন্ড 
d ) পণ্ডিত  চোলা 

2. কোন কোন চোল রাজা সিংহল  জয় করেছিলেন  ?

a )  প্রথম আদিত্য 
b ) প্রথম  রাজরাজ 
c ) রাজেন্দ্র চোল 
d ) বিজয় চোল 

3. কোন বিষয়ের জন্য চোল সময়কাল  বিখ্যাত ?

a ) গ্রাম সভা 
b ) রাষ্ট্রকূটদের সঙ্গে যুদ্ধ 
c ) সিংহলের সাথে বাণিজ্য 
d ) তামিল সংস্কৃতির উন্নতি 

4. চোল বংশের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ?

a ) রাজেন্দ্র চোল 
b ) কারিকল 
c ) বিজয়ালয় 
d ) আদিত্য চোল 

5. চোল বংশের প্রতিষ্ঠাতা কে ?

a ) রাজেন্দ্র চোল 
b ) কারিকল 
c ) বিজয়ালয় 
d ) আদিত্য চোল 

6. চোল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন ?

a ) রাজেন্দ্র চোল / প্রথম রাজেন্দ্র চোল 
b ) কারিকল 
c ) বিজয়ালয় 
d ) আদিত্য চোল 

7. কোন রাজার উপাধি ছিল - গঙ্গোইকোন্ড ?

a ) রাজেন্দ্র চোল 
b ) আদিত্য চোল 
c ) বিজয়ালয় 
d ) কেউ নয় 

8. তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির  কে নির্মাণ করেন ?

a ) রাজেন্দ্র চোল 
b ) কারিকল 
c ) প্রথম  রাজরাজ্  চোল 
d ) আদিত্য চোল 

9. কোন রাজা  সর্বপ্রথম মালদ্বীপ দখল করেছিলেন ?

a ) রাজেন্দ্র চোল 
b ) কারিকল 
c ) রাজরাজ চোল 
d ) আদিত্য চোল 

10. চোল বংশের শেষ শক্তিশালী রাজার  নাম কি ?

a ) রাজেন্দ্র চোল 

b ) আদিত্য চোল 

c ) কুলোতুঙ্গ 

d ) উপরের কেউই  নয় 

11. চের - রাজ্ রবিবর্মাকে কে পরাজিত করে - তাঁর নৌশক্তি ধংস করেন  ?

a ) প্রথম রাজরাজ চোল 
b ) রাজেন্দ্র চোল বিজয়ালয় 
c ) কারিকল 
d ) বিজয়ালয় 

12. তাঞ্জোর লিপিতে কোন রাজার সামরিক কৃতিত্ব বর্ণিত আছে ?

a) রাজেন্দ্র  চোল
b) কারিকল 
c) প্রথম রাজরাজ চোল 
d) আদিত্য চোল 

13. দক্ষিণ ভারতের কোন রাজবংশ নৌশক্তির জন্য  বিখ্যাত ছিল ?

a) চালুক্য বংশ 
b) পল্লব বংশ 
c) চোল বংশ 
d) কোনোটিই নয় 

14. নিম্নলিখিত চোল শাসকদের মধ্যে কে বঙ্গোপসাগরকে চোল হ্রদে রূপান্তরিত করেছিলেন ?

a) রাজেন্দ্র চোল 
b) কারিকল 
c) রাজরাজ চোল 
d) আদিত্য চোল 

15. মাদুরাইকোন্ড উপাধি কে গ্রহণ করেছিলেন ?

a) আদিত্য চোল 
b) প্রথম পরান্তক 
c) রাজেন্দ্র চোল 
d) প্রথম রাজরাজ 

16. তক্কোলনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?

a) প্রথম রাজরাজ ও রবিবর্মা 
b) রাষ্ট্রকূটরাজ কৃষ্ণ iii ও প্রথম পরান্তক 
c) কারিকল ও সিংহল রাজ্ 
d) প্রথম রাজেন্দ্র চোল ও প্রথম মহীপাল 

17. চোলদের উল্লেখ পাওয়া যায় ?

a) তামিল সঙ্গম সাহিত্য 
b) মহাবংশ নামক বৌদ্ধগ্রন্থে 
c) অশোকের শিলালিপি 
d) সবকটিই 

18. প্রথম রাজেন্দ্র চোল কাবেরী নদীর তীরে নতুন একটি রাজধানী প্রতিষ্ঠা করেন যার নাম ছিল -

a) মহাবলীপুরম 
b) কাঞ্চী 
c) হাসি 
d) গঙ্গাইকোন্ড চোলপুরম 


Post a Comment

0 Comments