India's various Revoult and Mutiny from Indian National Movement (MCQs on Sepoy Mutiny in 1857 for PSC, WBCS and other competitive exams)

সিপাহী বিদ্রোহ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (INM)।(MCQs on Sepoy Mutiny in 1857 for PSC, WBCS and other competitive exams ) PART 1



১.মঙ্গল পান্ডে ঘটনাটি ঘটেছিল — 

a. মিরাট 

b. ব্যারাকপুর 

c. আমবালা 

d. লখনৌ


২. ১৮৫৭ সালের বিদ্রোহ সম্পর্কে  নিম্নলিখিত ধারণা গুলির মধ্যে কোনটি সঠিক — 

a. ভারতীয় ইতিহাসিকগণ এই বিদ্রোহকে ভারতীয় বিদ্রোহ বলে বর্ণনা করেছেন

 b. ব্রিটিশ ঐতিহাসিকগণ একে স্বাধীনতার যুদ্ধ বলে বর্ণনা করেছেন 

c. এটি ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের মৃত্যু ঘন্টা বাজিয়ে দিয়েছিল 

d. এটি ভারতের প্রশাসনিক যন্ত্রের উন্নতির জন্য ছিল।


৩. ১৮৫৭ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে সম্পর্কিত প্রথম ঘটনাটি ছিল — 

a. কানপুর বিদ্রোহ এবং নানা সাহেবের নেতৃত্ব গ্রহণ 

b. অযোধ্যায় বেগম হযরত মহল এর নেতৃত্ব গ্রহণ 

c. দিল্লির লালকেল্লার উদ্দেশ্যে সিপাহীদের যাত্রা 

d. ঝাঁসির রানীর বিদ্রোহ


৪. ১৮৫৭ সালের বিদ্রোহের নিম্নলিখিত কেন্দ্রগুলির মধ্যে কোনটি পুনরুদ্ধার করা হয়েছিল —

a. ঝাসি

b. মিরাট 

c. দিল্লি

d. কানপুর


৫. ১৮৫৭ সালের যুদ্ধের ঝাঁসির রানী লক্ষীবাঈ এর জন্মস্থান কোথায় ?--- 

a. আগ্রা 

b. ঝাঁসি 

c. বারানসী

d. বৃন্দাবন


৬. মহারানী লক্ষ্মীবাঈ সর্বশেষ যুদ্ধ কার সাথে লড়েছিলেন ?---- 

a. হিউরোজ 

b. গফ 

c. নীল 

d. হ্যাভলক


৭. নানা সাহেবের কমান্ডার ইন চিফ কে ছিলেন ?----

a. আজিমুল্লাহ 

b. বিরজিস কাদির 

c. তাঁতিয়া  টোপি 

d. কেউ নন


৮. আধুনিক ইতিহাসবিদ যিনি ১৮৫৭ সালের বিদ্রোহ কে বলেছেন স্বাধীনতার প্রথম যুদ্ধ তিনি হলেন —- 

a.ডক্টর আর সি মজুমদার

b. ডক্টর এস এন সেন  

c. ভি ডি সাভারকার 

d. অশোক মেহতা


৯. কোন ভারতীয় ইতিহাসিক 1857 সালের বিদ্রোহকে বিদ্রোহ বলে মানেননি —- 

a. তারা চাঁদ 

b. ডক্টর এস এন সেন

c. সাভারকার 

d. ডক্টর আর সি মজুমদার


১০. কে ১৮৫৭ সালের বিদ্রোহের সময় এলাহাবাদকে আপৎকালীন হেডকোয়ার্টার করেছিলেন —-

a. লর্ড ক্যানিং 

b. লর্ড কর্নওয়ালিস

 c. লর্ড ওয়েলেসলি 

d. লর্ড উইলিয়াম বেন্টিংক


১১. কোন উর্দু কবি ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষদর্শী ছিলেন ? —- 

a. মির তাকি মীর 

b. গালিব 

c. জাউক 

d. ইকবাল


১২. বিহারে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে ? —- 

a. নামদার খান

b. কুনওয়ার সিং 

c.  বীরসা মুন্ডা 

d. শঙ্কর শাহ


১৩. সিপাহী বিদ্রোহের সময় কোন রাজবংশ ব্রিটিশদের সাহায্য করেছিল ? —-

a. গোয়ালিয়র এর সিন্ধিয়া 

b.ইন্দোরের হোলকার 

c. নাগপুরের ভোসলে 

d.রামগড়ের লোদি


১৪. কবে মহারানী ভিক্টোরিয়া ভারতের শাসনভার ব্রিটিশ রাজের অধীনে নিয়ে আসেন ? —- 

a. ১ নভেম্বর ১৮৫৮

 b. ৩১ ডিসেম্বর 1857 

c. 6 জানুয়ারি ১৮৫৮

 d. ১৭ নভেম্বর ১৮৫৯


১৫. ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের নায়কদের মধ্যে কার আসল নাম হল রামচন্দ্র পান্ডু রঙ্গ ? —- 

a. কুনওয়ার সিং

b. তাঁতিয়া  টোপি 

c. নানা সাহেব 

d. মঙ্গল পান্ডে


১৬. ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সবথেকে বেশি সৈন্য অংশগ্রহণ করেছিল কোন প্রদেশ থেকে ? —- 

a. বাংলা 

b. অযোধ্যা 

c. বিহার 

d. রাজস্থান


১৭. লখনউতে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন —- 

a. জিনাত মহল 

b. নানা সাহেব 

c. বেগম হযরত মহল 

d.তাঁতিয়া  টোপি


১৮. ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের মূল কারণ কি ছিল ?---- 

a. জনগণের ক্ষোভ

 b.সামরিক অসন্তোষ 

c. খ্রিস্টান মিশনারিদের ব্যবস্থাপনা 

d. ব্রিটিশ সাম্রাজ্যের নীতি


১৯. এলাহাবাদে ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন ?---- 

a. নানা সাহেব 

b. আজি মুল্লাহ 

c. তাঁতিয়া  টোপি 

d. মৌলবি লিয়াকত আলী


২০. সিপাহী বিদ্রোহের নেতৃত্ব বেরিলি থেকে দিয়েছিলেন —- 

a. খান বাহাদুর 

b.কুনওয়ার সিং 

c. মৌলবি আহমেদ শাহ 

d. বিরজিস কাদির


২১. ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের আঁচ নিম্নলিখিত কোন জায়গায় পৌঁছায়নি ? —-

 a. ঝাঁসি 

b. চিতোর 

c. জগদীশপুর 

d. লক্ষ্ণৌ


২২. ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ? —- 

a. চার্চিল 

b. এটলি 

c. পালমারস্টোন 

d. গ্লাডস্টোন


২৩. লক্ষ্ণৌতে সিপাহী বিদ্রোহে কোন কোন ব্রিটিশ অফিসার প্রাণ হারান ? —-- 

1.মেজর জনসন নিকলসন  2.জেনারেল নীল  3.মেজর জেনারেল হ্যাভলক  4.স্যার হেনরি লরেন্স

a. 1,2 and 3

b. 1,3 and 4

c. 2,3 and 4

d. উপরের সবগুলি 


২৪. তালিকা মিলাও

A. নানা সাহেব                     1.দিল্লি

B. নবাব হামিদ আলি খান     2.কানপুর 

C. মৌলভী আহমদ উল্লাহ      3.লক্ষ্নৌ 

D. মনিরাম দেওয়ান             4. আসাম

কোড --

           A         B       C        D

a.        1          2        4        3

b.        1          2        3        4

c.        2          1        4        3

d.        2         1         3        4

২৫. ১৮৫৭ সালের মহাবিদ্রোহে জগদিসপুরে নেতৃত্ব দিয়েছিলেন —- 

a. কুনওয়ার সিং 

b. চন্দ্রশেখর 

c. তীরথ সিং 

d. রাম সিং





Post a Comment

0 Comments