Modern India and Indian National Movement থেকে কিছু গুরুত্বপূর্ণ Question and Answers . WBCS ,PSC Clerkship and for other competitive exams.

Modern India and Indian National Movement থেকে কিছু গুরুত্বপূর্ণ  Question and Answers . WBCS ,PSC Clerkship and for other competitive exams.




  1. সর্বভারতীয় কিষান সভা কবে প্রতিষ্ঠিত হয় ?----------১৯৩৬।
  2. মিরাট ষড়যন্ত মামলায় অভিযুক্ত দুই ব্রিটিশ নাগরিকের নাম লেখো ?------------বেঞ্জামিন ও ফিলিপ স্প্র্যার্ট। 
  3. রুশ বিপ্লব কত খ্রিস্টাডে হয় ?------১৯১৭।
  4. বোম্বাইতে TRADE UNION শ্রমিক সংস্থা টি কে গঠন করেন ?---------জোসেফ ব্যাপ্তিস্তা। 
  5. পাবলিক সেফটি এক্ট কি ?--------------জন নিরাপত্তা বিল। (১৯২৯)
  6. বেট্টি প্রথা কি ?------------বেগার শ্রমদান। 
  7.  ভেনগার্ড প্রত্রিকা কে সম্পাদনা করেন ?---------মানবেন্দ্রনাথ রায়। 
  8. E .S .N NAMBUDIRIPAD কে ছিলেন ?----------সর্বভারতীয় কিষান সভার অন্যতম  প্রতিষ্ঠাতা ও সাম্যবাদী বামপন্থী আন্দলনের নেতা। 
  9. উত্তরপ্রদেশ বিধানসভা কবে প্রতিষ্ঠিত হয় ?----------১৯২০অক্টোবর মাসে। 
  10. একতা আন্দলনের নেতৃত্ব কে দেন ?-----------মাদারী পাসি। 
  11. কৃষক শ্রমিক দলের মুখপত্র কি ছিল ?------------লাঙ্গল প্রত্রিকা । 
  12. আইন অমান্য আন্দলন কবে শুরু হয় ?-----------১৯৩০।
  13. কত খিষ্টাব্দে কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয় ?-----------১৯৩৪।
  14. রশিদ আলি কে ছিলেন ?------------আজাদ হিন্দ বাহিনীর সেনানায়ক। 
  15. পুনাচুক্তি কবে কাদের মধ্যে সাক্ষরিত হয় ?-----------DR .B .R .AMBEDKAR ও M .K .GANDHI এর মধ্যে।১৯৩২সালের ২৫অক্টোবর। 
  16. YOUNG INDIA প্রত্রিকার সম্পাদক কে ছিলেন ?-------------গান্ধীজি। 
  17. হোমরুল লীগ কে কবে প্রতিষ্টা করেন ?-----------এনি বেসান্ত ,১৯১৬খ্রি :
  18. গদর  পাটি কে প্রতিষ্টা করেন?-----------লালা হরদয়াল। 
  19. কে কবে অনুশীলন সমিতি  প্রতিষ্টা করেন ?-----------সতীশচন্দ্র বসু (১৯০২)
  20. ভান্ডার তহবিল কে গঠন করেন ?----------সরলা দেবী চৌধুরানী। 
  21. রাজ্য পুনঃগঠণ  আইন কবে পাশ হয় ?-----------১৯৫৬।
  22. রাজ্য পুনঃগঠণ  আইন অনুযায়ী কয়টি  রাজ্য গঠিত হয় ?---------১৪টি। 
  23. কবে জে.ডি.পি কমিটি গঠিত হয় ? ------------১৯৪৮।
  24. কবে পৃথক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় ? ----------১৯৫২সালে ১৯ ডিসম্বের। 
  25. হায়দ্রাবাদ কবে আনুষ্ঠানিক ভাবে ভারতে যোগ দেয়?--------১৯৫০সালে ২৬জানুয়ারি। 
  26. ভি.পি.মেনন কে ছিলেন ?----------স্বরাষ্ট্রসচিব। 
  27. কার নেতৃত্বে কবে গোয়া ,দমন ,দিউ দখল করা হয় ?-------------১৯৬১সালে ১৮-১৯ডিসেম্বর ,জেনারেল জয়ান্ত  চৌধুরীর নেতৃত্বে। 
  28. ১৯৪১সালে কয়টি ছোট রাজ্য ছিল ?----------৫৬৫টি।
  29. কে কবে ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন ?------------শ্রী নারায়ণ গুরু ,১৯১৪খ্রি : 
  30. কার্লাইল সার্কুলার কবে জারি হয় ?--------১৯০৫খ্রি :১০ অক্টোবর। 
  31. নমঃ শুদ্র দের গুরু কাকে বলা হয় ?----------শ্রী হরি চরণ  ঠাকুরকে। 
  32. শাহনওয়াজ ভুট্টো কে ছিলেন ?-------জুনাগড় রাজ্যের দেওয়ান। 

Post a Comment

0 Comments