INDIAN HISTORY 1000 MCQS SERIES PART 6

 ভারতের ইতিহাস  থেকে ১০০০ টি MCQ SERIES চলবে . এটি হল তার 6 নম্বর   PART । প্রতিটি পার্ট এ ২৫ টি  করে QUESTION  থাকবে।  সিরিজ গুলির  ফ্রি অনলাইন মকটেস্ট দেওয়ার জন্য আমাদের  ওয়েবসাইট STUDENTSHELPFORUM.COM দেখুন।


 ভারতের ইতিহাস  পার্ট ৬




1. কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে ?

a ) কলহন 

b ) ভবভূতি 

c ) ক্ষেমেন্দ্র 

d ) বাণভট্ট 


2. 'ফরিদ খাঁ' কার বাল্য নাম ?

a ) বাবর 

b ) আকবর 

c ) শেরশাহ 

d ) জাহাঙ্গীর 


3. ফিরদৌসী কার সভাকবি ছিলেন ?

a ) আলাউদ্দিন খলজি 

b ) ফিরোজ শা তুঘলক 

c ) সুলতান মামুদ 

d ) মামুদ গজনি 


4. বয়স সম্মতি আইন কার প্রচেষ্টায় পাশ হয় ?

a ) গোপালহরি দেশমুখ 

b ) মদনমোহন মালব্য 

c ) বিদ্যাসাগর 

d ) বেহরামজী মেরওয়ানজি মালবারি 


5. বাবরের সমাধিস্থল কোথায় অবস্থিত ?

a ) দিল্লি 

b ) জয়পুর 

c ) লাহোর 

d ) কাবুল 


6. কে ভার্নাকুলার প্রেস এক্ট প্রণয়ন করেন ?

a ) লর্ড লিটন 

b ) লর্ড ডালহৌসি 

c ) লর্ড কার্জন 

d ) লর্ড ওয়েলেসলি 


7. বাংলার প্রথম গভর্নর কে ছিলেন ?

a ) ওয়ারেন হেস্টিংস 

b ) রবার্ট ক্লাইভ 

c ) লর্ড ক্যানিং 

d ) উইলিয়াম বেন্টিঙ্ক 


8. ' Traditional Moderniser ' কাকে বলা হয় ?

a ) রামমোহন রায় 

b ) বিদ্যাসাগর 

c ) নেহেরু 

d ) চিত্তরঞ্জন দাশ 



9. জাতীয় কংগ্রেসের সম্মেলনকে ' তিন দিনের তামাশা ' কে বলেন ?

a ) এনি বেসান্ত 

b ) অশ্বিনী কুমার দত্ত 

c ) গান্ধীজি 

d ) মহম্মদ ইকবাল 


10. P W D কার সময় গড়ে তোলা হয় ?

a ) কার্জন 

b ) ডালহৌসি 

c ) ক্যানিং 

d ) রিপন 


11. জাহাঙ্গীর এর  সৌধ কোথায় অবস্থিত ?

a ) আগ্রা 

b ) দিল্লি 

c ) লাহোর 

d ) শ্রীনগর 


12. ভারতে গোলাপ ফুলের চাষ কে শুরু করেন ?

a ) বাবর 

b ) আকবর 

c ) শাহজাহান 

d ) ইংরেজ 


13. ঋষি অরবিন্দের দীক্ষাগুরু কে ছিলেন ?

a ) গান্ধীজি 

b ) তিলক 

c ) ঠাকুর সাহেব 

d ) রানাডে 


14. The University Commission কে তৈরি করেন ?

a ) লর্ড বেন্টিঙ্ক 

b ) লর্ড রিপন 

c ) লর্ড কার্জন 

d ) হার্ডিঞ্জ 


15. যুক্তরাজ্যে প্রথম ভারতীয় শহীদ হলেন -

a ) সাভারকার 

b ) হর দয়াল 

c ) মদনলাল  ধিঙড়া 

d ) সোহন সিং ভাঙ্গনা 


16. ' নেহেরু একজন দেশ প্রেমিক , যেখানে জিন্না একজন রাজনীতিবিদ ' - কার উক্তি ?

a ) নেতাজি 

b ) গান্ধীজি 

c ) ইকবাল 

d ) রাজীব গান্ধী 


17. মুঘল সম্রাট শাহজাহান কোন বছর প্রয়াত হন ?

a ) 1658 সালে 

b ) 1959 সালে 

c ) 1662 সালে 

d ) 1666 সালে 


18. ' Problems of the East ' কার লেখা ?

a ) লর্ড কার্জন 

b ) বিবেকানন্দ 

c ) লর্ড মেয়ো 

d ) চিত্তরঞ্জন দাশ 


19-. রাজা রামমোহন কোথায় মারা যান ?

a ) লন্ডন 

b ) ব্রিস্টল 

c ) দেরাদুন 

d ) পুনে 


20. শশাঙ্ক কোন রাজ্ বংশের রাজা ছিলেন ?

a ) পাল 

b ) সেন 

c ) গৌড় 

d ) কামরুপ 


21. ' পাঁচশালা বন্দোবস্ত ' কে প্রবর্তন করেন ?

a ) রবার্ট ক্লাইভ 

b ) কর্ন ওয়ালিস 

c ) ওয়ারেন হেস্টিংস 

d ) টমাস মনরো 


22. গুপ্ত বংশের শেষ সম্রাট কে ছিলেন ?

a ) কুমার গুপ্ত 

b )দ্বিতীয় জীবিত  গুপ্ত 

c ) বিষ্ণুগুপ্ত 

d ) এদের কেউই নয় 


23. মনসব কথার অর্থ কী ?

a ) পদমর্যাদা 

b ) জমির মালিকানা 

c ) ভূমিরাজস্ব 

d ) অধীনস্থ সৈন্যবাহিনী 


24. ' কাকাজী ' নামে কে পরিচিত ছিলেন ?

a ) জি. ভি. জোফশি 

b ) মুজাফ্ফর আহমেদ 

c ) গোপাল হরি দেশমুখ 

d ) চিত্তরঞ্জন দাশ 

25. মহাবলীপুরমের রথমন্দির কার আমলে তৈরি হয়েছিল -

a ) মহেন্দ্রবর্মন 

b ) নরসিংহবর্মন I 

c ) পরমেশ্বরবর্মন 

d ) নন্দীবর্মন 


Post a Comment

0 Comments