ANCIENT INDIAN HISTORY 1000 MCQS SEREIS PART 4


প্রাচীন  ভারতের ইতিহাস  থেকে ১০০০ টি MCQ SERIES চলবে . এটি হল তার 4 নম্বর   PART । প্রতিটি পার্ট এ ২৫ টি  করে QUESTION  থাকবে।  সিরিজ গুলির  ফ্রি অনলাইন মকটেস্ট দেওয়ার জন্য আমাদের  ওয়েবসাইট STUDENTSHELPFORUM.COM দেখুন।

ANCIENT INDIAN HISTORY MCQS PART 4





1. নিম্নলিখিত কোন বাকাটক শাসক সাতটি যজ্ঞই  করেছিলেন ? -- 

a )রুদ্রসেন I 
b ) প্রবরসেন I   
c )পৃথ্বীসেন I   
 d )  নরেন্দ্রসেন I 

2. নিচের কোন রাজবংশের স্থাপয়িতা হলেন বিন্ধ্যশক্তি -- 

a )বাকাটক 
b )সাতবাহন 
c ) চোল
d) চালুক্য 

3. সমুদ্রগুপ্তের সময়ে কাঞ্চির রাজা কে ছিলেন -- 

a) হস্তিবর্মন 
b ) মন্তরাজ 
c ) নীলরাজ 
d)বিষ্ণুগোপ 

4. কোন গুপ্ত সম্রাট নিজেকে লিচ্ছবি দৌহিত্র বলতেন -- 

a ) সমুদ্রগুপ্ত 
b ) শ্রীগুপ্ত 
c ) চন্দ্রগুপ্ত I 
d ) চন্দ্রগুপ্ত II 

5. গুপ্ত বংশের স্থপতি কে ছিলেন -- 

a ) সমুদ্রগুপ্ত 
b ) শ্রীগুপ্ত 
c ) চন্দ্রগুপ্ত I 
d ) চন্দ্রগুপ্ত II 

6. গুপ্ত বংশের শেষ সম্রাট কে ছিলেন -- 
a ) বিষ্ণুগুপ্ত 
b ) কুমারগুপ্ত I 
c )বুধগুপ্ত 
d ) চন্দ্রগুপ্ত II 

7. কোন গুপ্ত সম্রাট "কবিরাজ " উপাধি ধারণ করেছিলেন -- 
a )স্কন্দগুপ্ত 
b ) চন্দ্রগুপ্ত II 
c ) সমুদ্রগুপ্ত 
d ) কুমারগুপ্ত 

8. সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন -- 

a ) হরিষেন 
b )বাণভট্ট 
c ) বীরসেন  
d )বসুবন্ধু 

9. গুপ্তদের রাজধানী  কোথায় ছিল -- 

a ) পাটলিপুত্র 
b ) মগধ 
c ) উজ্জয়িনী 
d ) তক্ষশীলা  

10.কোন লেখ তে সমুদ্রগুপ্তের কৃতিত্ব উল্লেখ  করা আছে ?--- 

a ) হাতীগুমফা লেখ 
b ) এলাহাবাদ প্রশস্তি 
c )জুনাগড় শিলালেখ 
d ) নাসিক প্রশস্তি 

11. দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে কোন বিদেশী পর্যটক ভারতে এসেছিলেন -- 

a ) হিউয়েন সাং 
b ) ফা হিয়েন 
c ) ইব্ন বতুতা 
d ) মেগাস্থিনিস 

12. মৈত্রক বংশ কে প্রতিষ্ঠা করেছিলেন ? -- 
a ) ভট্টারক 
b )হর্ষ 
c ) সিংহ বিষ্ণু 
d ) প্রবরসেন  I 

13.মৈত্রকদের রাজধানী কোথায় ছিল -- 

a ) সৌরাষ্ট্র 
b ) বল্লভী 
c )কাঞ্চি 
d ) পাটলিপুত্র 

14.গুপ্ত পরবর্তী যুগের কোন রাজবংশ ইরানী বংশোদ্ভূত ছিল --- 

a )মৌখরী 
b ) মৈত্রক 
c ) পুষ্যভূতি 
d ) গৌড় 

15.মৌখরী রাজবংশের প্রতিষ্ঠাতা  ছিলেন ---

a )যজ্ঞ বর্মন  
b )হস্তিবর্মন 
c ) প্রভাকরবর্ধন 
d ) হর্ষবর্ধন 

16.গৌড়াধিপতি ছিলেন -- 

a ) শশাঙ্ক 
b ) প্রভাকর বর্ধন  
c ) লক্ষণ সেন 
d ) প্রবর সেন 

17.শশাঙ্ক কাকে হত্যা করেছিলেন -- 

a ) প্রভাকর বর্ধন 
b ) রাজ্যবর্ধন 
c ) হর্ষবর্ধন 
d ) গ্রহবর্মা 


18.গুপ্ত যুগের অন্যতম বন্দর তাম্রলিপ্ত কোথায় অবস্থিত ছিল -- 

a ) উত্তর ভারত 
b ) দক্ষিণ ভারত 
c ) পূর্ব ভারত 
d ) পশ্চিম ভারত 

19.গুপ্ত যুগের সাহিত্যের বিকাশ কোন রাজার আমলে ঘটেছিল --- 

a )চন্দ্রগুপ্ত I    
b )চন্দ্রগুপ্ত II      
c )কুমারগুপ্ত      
d )স্কন্দগুপ্ত 

20.কে ভারতে হুন আক্রমন প্রতিহত করেছিলেন -- 

a ) সমুদ্রগুপ্ত 
b ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত 
c ) স্কন্দগুপ্ত
d ) কুমারগুপ্ত 

21.ভারতের নেপোলিয়ন নাম এ কে পরিচিত -- 

a )  সমুদ্রগুপ্ত
 b ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত 
c )স্কন্দগুপ্ত  
d ) কুমারগুপ্ত 

22.নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ছিল -- 
a ) রাজগীর 
b ) বৈশালী 
c ) পাটলিপুত্র 
d )কাঞ্চি 

23.কে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন --
 
a ) সমুদ্রগুপ্ত 
b ) কুমারগুপ্ত 
c ) চন্দ্রগুপ্ত I 
d ) চন্দ্রগুপ্ত II 

24.সমুদ্রগুপ্তের রাজত্বকাল ছিল --- 

a ) 375-396 AD 
b ) 370-380 AD 
c ) 380-398 AD 
d ) 330-375 AD

25.শক দের কে পরাস্ত করেছিলেন -- 

a ) স্কন্দগুপ্ত 
b ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত 
c ) প্রথম চন্দ্রগুপ্ত 
d ) সমুদ্রগুপ্ত 
ANCIENT INDIAN HISTORY 1000 MCQS PART NO 3 CLICK HERE
ANCIENT INDIAN HISTORY 1000 MCQSPART NO 2  CLICK HERE
ANCIENT INDIAN HISTORY 1000 MCQSPART NO 1  CLICK HERE

Post a Comment

0 Comments